শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সীমান্তের অন্ধকার জগত ত্রিপুরার ৪৮ চোরাকারবারির নিয়ন্ত্রণে কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৪

0111

ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লার সীমান্ত এলাকা এখন চোরাকারবারিদের নিরাপদ আস্তানা। যার ফলে কুমিল্লার পুরো সীমান্ত এলাকা এক অন্ধকার জগতে পরিণত হয়েছে। যে জগতের ভয়ে কম্পিত সাধারণ জনগণ। পুরো কুমিল্লা সীমান্ত নিয়ন্ত্রণ করছে ভারতের ত্রিপুরার ৪৮ জন চোরাকারবারি। বিশেষ করে ত্রিপুরার চোরাকারবারিরা তাদের মাদকের বাজার হিসেবে কুমিল্লাকে বেছে নিয়েছে। আর কুমিল্লার মধ্য দিয়ে এই মাদক প্রসারিত হয়ে যাচ্ছে সারা দেশজুড়ে। সীমান্ত এলাকার শতকরা ৯০ ভাগ যুবক-যুবতী মাদক পেশায় সক্রিয় এবং মাদকাসক্ত। তাছাড়া সীমান্ত এলাকা এখন চোরাকারবারিদের অভয়ারণ্য হিসেবে স্বীকৃত। চোরাচালান এখন আর চোরাইপথে হয়না, চোরাচালান এখন ওপেন চালানে পরিণত হয়েছে। সীমান্তের প্রতিটি এলাকা এখন চোরাচালানীদের নিয়ন্ত্রনে।

বৃহত্তর কুমিল্লার সীমান্তের ১১০ কিলোমিটার এলাকা এখন চোরাচালানীদের নিয়ন্ত্রনে। দিনে-রাতে যখন-তখন এপারের মাল ওপার ও ওপারের মাল এপার পাচাঁর হচ্ছে নির্বিঘে ।
ত্রিপুরার ৪৮ চোরাকারবারির নিয়ন্ত্রণে কুমিল্লার সীমান্তে ২’শ সিন্ডিকেটঃ
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ভারতের ত্রিপুরার ৪৮ চোরাকারবারির নিয়ন্ত্রণে রয়েছে কুমিল্লা সীমান্তে ছোট বড় প্রায় দু শতাধিক সিন্ডিকেট। চোরাইপণ্যের পাচাঁর , বাজার ও বিপনন কাজে জড়িত রয়েছে প্রায় ৫ সহস্রাধিক নারী-পুরুষ। সীমান্ত এলাকার একশ্রেণীর দুর্ণীতি পরায়ণ ইউপি চেয়ারম্যান ও মেম্বার পর্যায়ে জনপ্রতিনিধিও প্রকাশ্যে ও গোপনে চোরাচালান ব্যবসার সাথে জড়িয়ে আছে এবং এ অবৈধ ব্যবসার নিয়ন্ত্রনের দায়িত্ব যাদের হাতে তাদের অনেকের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য অভিযোগ। সীমান্তে লাইনম্যান নামধারীরা চোরাচালানিদের থেকে প্রকাশ্যে বখরা আদায় করে মালামাল পাস দিয়ে থাকে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, ভারতের ত্রিপুরার সোনামুড়া এলাকার দিলীপ, ভল্লব সাহা, ভুট্টু , দুর্গাপুরের রুহুল আমিন মইশান, শাহাপুরের ইদ্রিস মিয়া, মিস্ত্রি বাড়ির (ভারত অংশের ) বাবুল, ঢাকাইয়া ও সোলাইমান নামের ভারতীয়  ৪৮ চোরাকারবারিদের কাছ থেকে মদ, বিয়ার, রিকোডিক্স, ইয়াবা, ফেনসিডিল বাংলাদেশে আনা হয়। এদের অধীনে রয়েছে কমপক্ষে ২’শ সিন্ডিকেট। তারা গত ১৪ বছর ধরে এদেশে মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য পাচাঁর করছে। তাদের সাথে রয়েছে আইন শৃংঙ্খলা বাহিনীর কিছু অসৎ কর্মকর্তার ভাল সম্পর্ক। যার সুযোগে তারা চোরাচালানকারী সম্রাটে পরিণত হয়েছে।

ভারতের এসব সিন্ডিকেট থেকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ নিয়ন্ত্রণ করেন চৌয়ারার একবালিয়ার এনা মিয়া (পিতা-সুরুজ মিয়া), সে দশ বছর ধরে মাদক ব্যবসা করছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে, তার রয়েছে বিশাল নেটওয়ার্ক। সে এক সময় জমি চাষ করত।
চৌদ্দগ্রাম নিয়ন্ত্রণ করে গোমার বাড়ির আব্দুল বারেক, লক্ষীপুরের আলী আহম্মেদ, আরব আলী এই ৩ জন গত ১০ বছর ধরে মাদক ও অন্যান্য চোরাচালান ব্যবসা করছে। এই এলাকার আরেক মাদক সম্রাট হলো ইসমাইল মিয়া (পিতা- সেকান্দর মিয়া), সে ৮ বছর ধরে মাদক ব্যবসা করছে, তার নামে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে। তবে বেশিদিন সে জেলে থাকেনি।
সুয়াগাজী এলাকার জাকির মেম্বার (পিতা- মৃত মোখলেছ মিয়া) সে ১০ বছর ধরে মাদক ব্যবসা করছে, তার নামে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে। সে সুয়াগাজীর বাটপাড়ার মেম্বার। আরেক মাদক সম্রাট বাশার মেম্বার, পিতা- মৃত মোখলেছুর রহমান ২০০৮ইং সালের জানুয়ারীতে গ্রেফতার হয় মাদক নিয়ে। তিনি ৫নং দরিবটর গ্রামের মেম্বার, তিনি ১০ বছর ধরে মাদক ব্যবসা করছেন। আরেক মাদক সম্রাট শাহাদাত মেম্বার (পিতা- মৃত আলী মিয়া) তিনি লামপুরের কমিশনার, তিনি ৯ বছর ধরে মাদক ব্যবসা করছেন। তার নামে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে। একই গ্রামের মোস্তফা সব ধরণের মাদক ব্যবসা করছে।
সাতবাড়িয়ার রোমন, শফিক মেম্বার, চিওড়ার সিরাজ মেম্বার, কনেশতলার উলুচরের বাবুল ২ বছর ধরে মাদক ব্যবসা করছে, এর আগে সে বিদেশে ছিল। তার নামে একাধিক মামলা রয়েছে । বাটপাড়া নিয়ন্ত্রণ করে আর্মি হান্নান (অবঃ প্রাপ্ত সেনাবাহিনী) ২০০৫ইং সালে র‌্যাব ১ এর হাতে ১৭০০ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েছিল। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। দরিবট গ্রাম নিয়ন্ত্রণ ছেরু মিয়া, তিনি বাশার মেম্বার এর পার্টনার তিনি ৫ বছর ধরে মাদক ব্যবসা করছেন। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে।
মেরুয়ালী নিয়ন্ত্রণ করে সেলিম মিয়া ও ইয়াছিন মিয়া, দুইজনের নামেই থানায় একাধিক মামলা রয়েছে। তারা ৮ বছর ধরে ব্যবসা করছে।নোয়াপাড়া নিয়ন্ত্রণ করে মাছুম মিয়া (পিতা- মৃত আলী আকবর মেম্বার) থানায় তার নামে একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে। সে একজন বড় মাদকের ডিলার। পাঠানকোট নিয়ন্ত্রণ করে দেলু হুজুর (পিতা- মৃত মফিজ মিয়া) ৭ বছর ধরে ব্যবসা করছে। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। এই এলাকার আরেকজন হলো কবির মিয়া (পিতা- মুসলিম মিয়া) ৭ বছর ধরে ব্যবসা করছে। থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। মুড়াপাড়া নিয়ন্ত্রণ করে ইদ্রিছ মিয়া (পিতা-সিরাজুল ইসলাম) এবং হারুন মেম্বার (পিতা- বাদশা মিয়া) দুইজনের নামেই থানায় একাধিক মামলা রয়েছে, জেলও খেটেছে।
মিয়া বাজার নিয়ন্ত্রণ করে র‌্যাব এর সোর্স লোকমান সে এ্যাম্বুল্যান্সে এ করে মাদক পাচার করে। বালুতুপা নিয়ন্ত্রণ করে মাদক সম্রাজ্ঞী ভানু, কসাই কামাল। বিবিরবাজারের রাজমঙ্গলপুর গ্রামের পুলিশের সোর্স হোসেন মাদক ব্যাবসায়ীদের নেতৃত্ব দেয়। স্লুইসগেট এলাকার মোশাররফ, বিজিবির লাইনম্যান পরিচয়দানকারি নুরুও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া বিবিরবাজারের গোলাবাড়ি এলাকার আবু হোসেন, আলমগীর, ৮০ পিলারের মোতাহের, জসিম, কেরানীনগর এলাকার কাচাঁবাজারের লাইনম্যান সাত্তার, লাইনম্যান লালমিয়া, মনির, লিটন, বড়বাড়ি এলাকার লাইনম্যান মিছিল, গোলাবাড়ি বিওপি সংলগ্ন এলাকার আবু তাহের, পাচঁথুবী ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনির হোসেন, সফিক মিয়া, শাহজাহান মিয়া, চারু মিয়ার ছেলে নাছির, মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মাহাবুব, আলী আহমদের ছেলে রফিক, মাহমুদ মিয়ার ছেলে সেলিম মাদক ব্যবসার সাথে জড়িত। সুয়াগাজীর লালবাগের মাদক সম্রাট আপেল।তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়, সে এলাকার মধ্যে বড় মাস্তান। পড়ি সর্দ্দার এলাকার একজন ইউপি মেম্বার আঃ রাজ্জাক একদিকে লাইনম্যানের দায়িত্ব পালন করছেন এবং অপরদিকে তিনি একজন বড় মাপের চোরাকারবারি । বাংলাদেশের রাজেশপুর-চকলক্ষীপুর সীমান্ত এলাকা সংলগ্ন ভারতের কাঠালিয়া-যাত্রাপুর থানাধীন নির্ভরপুরের দক্ষিণে তালুকদার টিলার উত্তর বদরপুরের জনৈক আলী আহাম্মদের ছেলে এবং ভারতীয় নাগরিক অহিদ মিয়া বাংলাদেশের বলারডেফা গ্রামে তার আতœীয়তার সুযোগে আসা যাওয়া করেও এদেশে ফেনসিডিলের পাইকারি বাজার প্রসার করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
বুড়িচং নিয়ন্ত্রণ করে কংশনগরের বাবুল, হাজী লতিফ, খায়ের। ব্রাহ্মণপাড়া নিয়ন্ত্রণ করে মনির হোসেন চৌধুরী, গনি চেয়ারম্যান, বিল্লাল সরকার। দেবিদ্বারের কানা খুরশিদ ওরফে খুইশা, দক্ষিণ নারায়নপুরের নবী, হাতিমারার হোসেন, ফুল মিয়া, গঙ্গানগরের হেলাল, বাগুর গ্রামের হাবু ঐ উপজেলার পুরোটাই নিয়ন্ত্রণ করে।

কুমিল্লা সদরের শাসনগাছা নিয়ন্ত্রণ করে বেবী ও তার স্বামী মোসলেম তাদের রয়েছে বিশাল সিন্ডিকেট নেটওয়ার্ক। আইন শৃংঙ্খলার বাহিনীর কিছু অসৎ কর্মকর্তার সংগে মাদক ব্যাবসায়ীদের রয়েছে বেশ সুসম্পর্ক। এসব ব্যক্তিদের অধীনে রয়েছে অনেক সিন্ডিকেট, যারা কুমিল্লার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী চোরাচালানি পণ্য ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয় এবং আইন প্রয়োগকারী সংস্থায় নিয়োজিত অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে এবং তারা পাশাপাশি মাদকের বড় বড় চালানও কুমিল্লার বাইরে বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম পাঠানোর কাজটিও করে থাকে।
সীমান্তে চোরাচালানিদের এতই দোর্দন্ড প্রতাপ যে, তারা সমাজের বিভিন্ন স্থানে আচার-বিচারসহ সামাজিক ব্যবস্থা নিয়ন্ত্রন করে।এখানে চোরাচালানিদের শেল্টারে রয়েছে একশ্রেণীর রাজনৈতিক ক্যাডার এবং স্থানীয় দমনকারী সংস্থাগুলোর এক শ্রেণীর দুর্ণীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারী। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন,এমতাবস্থায় কুমিল্লার সীমান্ত এলাকায় এখন চোরাচালানিদের বিরুদ্ধে কথা বলা কিংবা তাদের কাজে বাধাঁ দেয়া রীতিমত রাষ্ট্রদ্রোহিতার শামিল।
সীমান্ত পথে বছরে শত শত কোটি টাকার মাদক চোরাচালান হচ্ছেঃ
সীমান্তের চৌদ্দগ্রাম এলাকার উজিরপুর, গোমারবাড়ী,দত্তসার,গাংরা,ফকিরবাজার, কেসকিমুড়া,ডিমাতলী, ,নানকরা, কালিকাপুর, বাতিসা, আটগ্রাম, চন্ডিপুর, লক্ষীপুর রোড, চৌদ্দগ্রাম জামে মসজিদ রোড, বালিকাবিদ্যালয় রোড, ডাকবাংলো রোড, হাউজবিল্ডিং রোড, বালুজুড়ি, নাটাপাড়া, বীরচন্দ্রনগর, পড়ি মর্দ্দার, মতিয়াতুলী ,খালাসী মসজিদ রোড, আমানগণ্ডা, ঘোলপাশা, জগন্নাথদীঘি,শালুকিয়া, বাবুর্চী,উত্তর বার্বুচী, ছুপুয়া, সোনাপুর, মীরমবানি, বেতিয়ারা, নোয়াবাজার,শিবেরবাজার, উজিরপুর,কৃষ্ণপুর, কোমারডগা, মিয়াবাজার, শীতলিয়া, চান্দঁশ্রী ও কাইছুটি,সদর দক্ষিণের রাজেশপুর, মথুরাপুর, লালবাগ, জগপুর, ভাটপাড়া, শুয়াগাজী, দড়িবটগ্রাম, লামপুর, সুবর্ণপুর, বাণীপুর, চৌয়ারা –কনেশতলা রাস্তা, বলারডেফা,একবালিয়া, তালপট্রি, যশপুর ও সুয়াগঞ্জ,সদর উপজেলার নিশ্চিন্তপুর, শিবের বাজার, তেলকুপি, গোলাবাড়ী, শাহপুর, অরণ্যপুর, বিবিরবাজার, সাহাপাড়া,বালুতুপা, ব্রাহ্মণপাড়ার তেঁতাভূমি, নয়নপুর, আশাবাড়ী, বাশঁতলী, গঙ্গানগর, দক্ষিণ তেতাভূমি, সালদানদী,বুড়িচংয়ের সংকুচাইল, চরানল, বারেশ্বর, রাজাপুর, পাহাড়পুর, গাজীপুর, কর্নেল বাজার, আনন্দপুর, ফকিরবাজার, নগরগ্রাম, কংশনগরসহ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে পানির স্রোতের ন্যায় প্রকাশ্যে ধেয়ে আসছে ভারতীয় ফেনসিডিল,বিভিন্ন ব্রান্ডের মদ,গাজাঁ, বিয়ার, ইয়াবা, ইটাগ্রা, সেনেগ্রা ,হেরোইনসহ জীবন বিধ্বংসী মাদকদ্রব্য, শাড়ি-কাপড়, থ্রি-পিছ, সাইকেল,মোটরসাইকেল, গাড়ির খুচড়া যন্ত্রাংশ, প্রসাধনী সামগ্রী, গরম মসল্লা,ভারতীয় ডিম, কাঠ ,গরু, সহ বিভিন্ন সামগ্রী ।এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে সার,ডিজেল, আলু, কেরোসিন, মাছ, চাউল।

সূত্র জানায়, কুমিল্লা কোটবাড়ি বিজিবি প্রায় প্রতিদিনই ঝটিকা অভিযান চালিয়ে সীমান্ত এলাকায় ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় ট্রাক ও ভ্যান ভর্তি ভারতীয় মালামাল আটক করছে। অভিযানে আটক এবং উদ্ধার করা সিংহভাগ চোরাই মালামালই পরিত্যক্ত অবস্থায় আটক করছে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে বেশিরভাগ সময়ই সক্ষম হচ্ছে। বিজিবির অভিযানে সব চোরাই মালামাল আটক সম্ভব হচ্ছেনা। অন্যদিকে ভারতে পাচাঁর করা সব বাংলাদেশি পণ্য রোধ করা যাচ্ছে না।
এছাড়া র‌্যাব-পুলিশের হাতে অবৈধ মালের সাথে হাতেগোনা কেরিয়াররা কিংবা ছুনোপুটি চোরাচালানিরা ধরা পড়লেও সমাজের চিহিৃত বাঘা-বাঘা চোরাচালানিরা কিংবা এদের গডফাদাররা বরাবরই থেকে যায় ধরা-ছোয়ার বাইরে।

এ বিষয়ে ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ জাকির হোসেন জানান, চোরাচালান রোধে ১০ বিজিবির সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। মাদকের বিষয়ে আমরা অবস্থান জিরো টলারেন্স। লাইনম্যানের বিষয়ে তিনি বলেন, বিজিবির কোন নিজস্ব লাইনম্যান নেই। যারা এসব পরিচয় দিচ্ছে , তাদের সর্ম্পকে আমরা জানতে পারলে যথোপযুক্ত ব্যবস্থা নিবো। আমরা এসব বিষয়ে খোজঁ-খবর নিচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি