শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় ডাকাতির ঘটনায় ধুু¤্রজাল সৃষ্টি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১২.২০১৪

স্টাফ রির্পোটার
কুমিল্লার চান্দিনায় ডাকাতির ঘটনায় ধুম্্রজাল সৃষ্টি হয়েছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে কুমিল্লার চান্দিনায় চান্দিনা- বদরপুর সড়কে গন ডাকাতির বিষয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ও সমলোচনার সৃষ্টি হয়েছে। গত ২০ ডিসেম্বর উক্ত গন ডাকাতির বিষয়ে ঘটনাস্থল সরেজমিনে ঘুরে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ১৯ ডিসেম্বর রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউপি চেয়ারম্যান মো.জালাল উদ্দিন কালার ব্যক্তিগত গাড়ীতে ডাকাতির বিষয়টি একটি সন্দেহ জনক ঘটনায় পরিনত হয়েছে। চান্দিনা ডুমুরিয়া ব্রিজটি একটি নির্জন এলাকায় হওয়ার কারনে মাঝে মধ্যে ডাকাতি সংঘটিত হতো। কিন্তু ঐ রাতে সংঘটিত ডাকাতির ঘটনাটি ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দক্ষিনে একটি বাড়ি সংলগ্ন রাস্তায় সংঘটিত হয়।

 

হত্যা মামলা’কে ভিন্ন খাতে প্রবাহিত করা অপচেষ্টা

 

স্থানীয় ঐ বাড়ির লোকজনের (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা বলে জানা যায়, ডাকাতির বিষয়টি তারা অবগত নয়। এদিকে গত ২৮.১১.১৪ তারিখে চান্দিনার বাড়েরা গ্রামে সংঘটিত হত্যা মামলা সিআর-১১৪৯/১৪ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ ঘটনার অবতারনা করা হয়েছে বলে স্থানীয় গোপন সূত্রে জানা যায়। ডাকাতের কবলকৃত পাজারো গাড়ীটি উক্ত হত্যা মামলার আসামী বাড়েরা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন কালা’র। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত হত্যা মামলার বেশ কয়েকজন স্বাক্ষী জানান, বাড়েরা ইউপি চেয়ারম্যান হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন হুমকি দমকি প্রদর্শন করছে এবং ডাকাতি মামলায় জেল খাটাবে বলে হুমকি প্রদর্শন করেছিল। উক্ত ডাকাতির ঘটনা সাজিয়ে তাদেরকে ফাঁসানোর একটি অপচেষ্ঠা মাত্র।
এব্যাপারে চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু জানান-কালা চেয়ারম্যানের গাড়িতে করে আমি নিজ গ্রামে যাচ্ছিলাম ডুমুরিয়া ব্রিজের ১০০ গজ দক্ষিনে ৭/৮ জন লোক গাড়ীটির গতিরোধ করে গাড়িতে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে এবং বাড়েরা ইউপি চেয়ারম্যানকে তল্লাশি করে।তাকে না পেয়ে হামলা কারীরা বলে যে “যাকে টার্গেট করা হয়েছিল সে তো নাই তুই চলে যা”। এব্যাপারে বাড়েরা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন কালা জানান, দুষ্কৃতিকারীরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গাড়ী লক্ষ্যে করে হামলা চালায়। আল্লাহর অশেষ রহমতে আমি প্রানে বেচে যাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি