শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইউসুফ মোল্লা টিপু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৪

1234481_170911689762049_1978533193_n
কুমিল্লার রাজনীতির মাঠের সুপরিচিতি মুখ কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু মহানগর ছাত্রদলের সভাপতি পদ পেতে আগ্রহী । তিনি কাংখিত পদ পেলে কুমিল্লা মহানগর ছাত্রদলকে সারা বাংলাদেশের জন্য পথিকৃৎ এবং সুষ্ঠু-স্বচ্ছ রাজনীতির মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দৈনিক পূর্বাশাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন। পাঠকদের জন্য তার সাক্ষাৎকারের কিছু চুম্বক অংশ তুলে ধরা হল।
প্রশ্ন ঃ মধ্যবর্তী নির্বাচন চান কিনা ?
ইউসুফ মোল্লা টিপু ঃ গণতন্ত্র রক্ষা ও জনগণের স্বার্থে অবশ্যই মধ্যবর্তী নির্বাচন চাই।
প্রশ্নঃ বিএনপি আন্দোলনে সফল হচ্ছে না কেন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আসলে এটা বলা ঠিক না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনী পুলিশ গুলি চালিয়ে ব্যাপক নির্যাতন চালায়। আমি আশা করি আগামী জানুয়ারীতে বেগম জিয়া সরকার পতন আন্দোলনের যে কর্মসূচি ঘোষনা করবেন, সেই আন্দোলন আমরা কার্যকর করব। ইনশাল্লাহ বাংলার মাটি থেকে এই সরকার বিদায় নিবেই।

 

দায়িত্ব পেলে কুমিল্লা মহানগর ছাত্রদলকে সারা বাংলাদেশের পথিকৃৎ মডেল হিসেবে গড়ে তুলব

প্রশ্ন ঃ এই সরকারের সফল দিক ?
ইউসুফ মোল্লা টিপু ঃ এই সরকারের কোন সফল দিক নেই। তারা একদলীয় শাসন কায়েম করেছে। ৫জানুয়ারী অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে।

প্রশ্নঃ এই সরকারের খারাপ দিক ?
ইউসুফ মোল্লা টিপু ঃ এই সরকারের খারাপ দিক অনেক। গুম,হত্যা,নির্যাতন,
চাঁদাবাজি, টেন্ডারবাজি, শেয়ার মার্কেট লুট, একদলীয় শাসন ব্যবস্থা । এই সরকার একটি অবৈধ সরকার। তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়, তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।
প্রশ্নঃ গত ৬ বছরে আপনার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে কয়টি ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক ৪টি মামলা হয়েছে।

164944_146918632161355_1257475590_n

প্রশ্নঃ জেলা বিএনপির অর্ন্তকোন্দল তো নিরসন হল। ভবিষ্যতে এটি ভাঙ্গনের কোন সম্ভাবনা আছে কি না ?
ইউসুফ মোল্লা টিপু ঃ ইনশাল্লাহ নেই । আমরা কাধেঁ কাধ মিলিয়ে একত্রে দলীয় সকল কার্যক্রম পরিচালনা করব।
প্রশ্নঃ রাজনীতি করতে গিয়ে প্রশাসনিক চাপ কিংবা হয়রানির শিকার হচ্ছেন কি না ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমরা যেহেতু বিরোধী দল। সেহেতু প্রশাসনিক চাপ তো আছেই।
প্রশ্নঃ ভবিষ্যতে দলীয় কোন পদ পেতে আপনি আগ্রহী কিনা ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমি এখন জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক। দীর্ঘদিন ধরে দলীয় সকল কার্যক্রম আমি মহানগরের সকল নেতাকর্মীদের নিয়ে পালন করে আসছি। এখন যেহেতু কুমিল্লা মহানগর হয়েছে। খুব শীঘ্রই মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা হতে পারে। আমি মহানগর ছাত্রদলের দায়িত্ব পালন করতে চাই। আমি মহানগর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী।
প্রশ্নঃ আপনি এ পদের জন্য নিজেকে কতটুকু যোগ্য মনে করেন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ বিগত বছরগুলোতে আমি রাজপথে থেকে দলীয় সকল কার্যক্রম পালন করেছি। এমনকি সরকার বিরোধী আন্দোলনগুলোতে প্রশাসনিক চাপ, বিভিন্ন হয়রানি উপেক্ষা করে রাজপথে আন্দোলন করেছি। সততা ও নিষ্ঠার সাথে সকল নেতাকর্মীদের নিয়ে আমি কাজ করছি। দলের দুযোর্গ মুহূর্তে আমি রাজপথে ছিলাম। ভবিষ্যতেও থাকব। তাই আমি আশাবাদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অতীত সকল ইতিবাচক কার্যক্রম বিবেচনা করে আমার কাংখিত পদে আমাকে আসীন করে বর্ধিত পরিসরে কাজ করার সুযোগ দিবেন।
প্রশ্ন ঃ মহানগর ছাত্রদলের পদ পাওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদি ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমি শতাভাগ আশাবাদি।

10169313_943915208971371_4876676501629612129_n

প্রশ্ন ঃ আপনি দলীয় কাংখিত পদ পেলে কিভাবে দলকে গোছাবেন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ সর্বপ্রথম আন্দোলনের স্বার্থে দলের জন্য ভৃমিকা রাখবে এমন যাকে যেখানে প্রয়োজন তাকে কাজে লাগিয়ে দল গোছাবো। এ ক্ষেত্রে যেসব নেতাকর্মী দলের জন্য বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করেছে তাদেরকে মুল্যায়ন করা হবে।
প্রশ্নঃ সংগঠন বা দলের সাংগাঠনিক কার্যক্রম বেগবান করতে কি কি পদক্ষেপ নিয়েছেন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি। মহানগর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে প্রতিটি ওয়ার্ডে, পাড়ায়,পাড়া-মহল্লায় যে সব নেতাকর্মী দলের জন্য ত্যাগ শিকার করছে, সেসব নেতাদের মূল্যায়ন করা হবে এবং আগামী দিনের সরকার পতন আন্দোলনের জন্য সর্বস্তরের নেতাকমীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছি।

প্রশ্নঃ আপনার এলাকায় সরকার দলীয় লোকের কর্মকান্ড পজেটিভ না নেগেটিভ ?
ইউসুফ মোল্লা টিপু ঃ নেগেটিভ । তারা মসজিদ,মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় রাজনীতি শুরু করেছে।
প্রশ্ন ঃ স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সাথে সর্ম্পক কেমন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ ব্যক্তিগত কোন সম্পর্ক নেই।
প্রশ্ন ঃ বর্তমান জন প্রতিনিধি কেমন কাজ করছে ?
ইউসুফ মোল্লা টিপু ঃ এ সরকারের আমলে কুমিল্লায় কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে বিএনপি সরকারের আমলে হয়েছে। রাস্তাঘাট সবগুলি আগের মতই রয়ে গেছে।
তবে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা নগরীর উন্নয়নে জন্য রাস্তা-ঘাট থেকে শুরু করে ব্যাপক উন্নয়নের কাজ করেছেন। আমি আশা করি বিদেশী কোম্পানী জাইকা প্রজেক্ট এর মাধ্যম কুমিল্লা নগরী হবে একটি নান্দনিক শহর।

প্রশ্ন ঃ ছাত্র সংগঠনের নেতাকর্মীরা টেন্ডারবাজি/দখল/ মাদক/ অস্ত্রবাজ হিসেবে পরিচিত হচ্ছে । এতে করে কি ছাত্র সংগঠনের সুনাম ক্ষুন্ন হচ্ছে কি না ?
ইউসুফ মোল্লা টিপু ঃ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে। ক্যাম্পাসগুলিতে অবৈধ অস্ত্রের মহড়া, ভর্তি বানিজ্য,মাদক ব্যবসা ,ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ করে বেড়াচ্ছে।্ তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদেরকে মিছিল.মিটিং করতে না দেওয়া এবং অবৈধভাবে হল দখল করে তারা ছাত্র সংগঠনের সুনাম ক্ষুন্ন করছে।
প্রশ্ন ঃ ছাত্রদলের মিছিলে অছাত্র ও অশিক্ষিতদের বেশিরভাগ সময় দেখা যায় ? এর কারণ কি ?
ইউসুফ মোল্লা টিপু ঃ বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদল একটি সর্ববৃহৎ ছাত্রসংগঠন। আমাদের মিছিলে একজন ছাত্রের সাথে ৫ জন অছাত্র আসতেই পারে। কারন তাদের অছাত্র বন্ধু থাকতেই পারে।এছাড়া অনেকে ছাত্রদলকে ভালবেসে আমাদের মিছিলে শামিল হয়।
প্রশ্ন ঃ আপনার এলাকায় মাদক ব্যবসা হচ্ছে ?
ইউসুফ মোল্লা টিপু ঃ আমার এলাকায় মাদক ব্যবসা হয় না। মাদকের কুফল সর্ম্পকে আমরা সচেতন। আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী নেই।
প্রশ্ন ঃ কার হাত ধরে রাজনীতিতে এসেছেন ?
ইউসুফ মোল্লা টিপু ঃ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ।
প্রশ্ন ঃ আপনার প্রিয় রাজনীতিক ব্যক্তিত্ব কে ?
ইউসুফ মোল্লা টিপু ঃ জাতীয়তাবাদি দল বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ।
প্রশ্ন ঃ রাজনৈতিক জীবনে মনে রাখার মত ঘটনা ?
ইউসুফ মোল্লা টিপু ঃ ২০১০ সালের ছাত্রদলের কাউন্সিল।
একান্ত কিছু ঃ
জন্মস্থান- শাহজানপুর, পোষ্ট : কনকাপৈত, উপজেলা : চৌদ্দগ্রাম , জেলা : কুমিল্লা ।
প্রিয় কবি- কাজী নজরুল ইসলাম
প্রিয় লেখক- হুমায়ুন আহম্মেদ
প্রিয় ছায়াছবি- সবুজ সাথী(বাংলা)/কেয়ামত থেকে কেয়ামত(হিন্দি)
অবসরে – টিভি দেখি
পেশা- ব্যবসা
প্রিয় রং- সাদা কালো
প্রিয় খাবর- মাছ,ভাত ।
প্রশ্ন ঃ রাজনীতিবিদ হিসেবে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি ?
ইউসুফ মোল্লা টিপু ঃ দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এবং সাধারণ ছাত্র ও কুমিল্লা নিরীহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কারণ রাজনীতি করি মানুষের কল্যানের জন্য। তাই যতদিন বাচব, ততদিন মানুষের উপকার করে যেতে চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি