সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


খালেদার আদালতে হাজিরায় ‘বাধা’ কিসের ইঙ্গিত?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৪

zia-mamla
পূর্বাশা ডেস্কঃ

মামলায় হাজিরা দিতে আসামি আদালতে যাবেন এটাই স্বাভাবিক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সেটিই করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন বেশ কয়েকবার। এরপরও বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ কেন? স্বভাবতই এমন প্রশ্নের জন্ম দিয়েছে বকশিবাজারের বুধবারের ঘটনায়।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় পলাশীর মোড় ও বকশীবাজার এলাকা।

লাঠি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক ঢিল ছোঁড়াছুড়ি, পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটার ঘটনা ঘটে। এর মধ্যেই বকশিবাজারের আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতে পৌঁছানা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, যেমনভাবে তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া বর্তমানে বিরোধী নেতা নন। যদিও আওয়ামী লীগের এর আগের দুই মেয়াদে খালেদা জিয়াই ছিলেন বিরোধীদলীয় নেতা। তখন তিনি রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছেন।

বেগম খালেদা জিয়া বর্তমানে বিরোধীদলীয় নেতা না হলেও তিনি এ দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তাছাড়া ভিআইপি ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম একজন। এসবের বাইরেও সবচেয়ে বড় কথা হলো এ দেশের একজন সাধারণ নাগরিক। সে হিসেবে হলেও আদালতে হাজিরা দিতে যাওয়ার অধিকার তার রয়েছে।

বলার অপেক্ষা রাখে না যে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মতো বেগম খালেদা জিয়ার বিএনপিও দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া সেই দলের চেয়ারপারসন। আর ক্ষেত্রে তিনি আদালতে হাজিরা দিতে গেলে তার সমর্থকরা সেই এলাকায় ভিড় করবেন এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ক্ষমতায় কিংবা বিরোধী দলে না থাকলে এমনভাবে আদালতে হাজিরা দিতে তার সমর্থকরাও সেই এলাকায় ভিড় জমাতো। এর আগে যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন তখন এমন নজির দেখা গেছে।

কিন্তু প্রশ্ন হলো- বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গেলেন, সেখানে তার সমর্থকরা ভিড় জমালেন, শোডাউন দিলেন। এসবের ক্ষেত্রে ক্ষমতাসীনরা বাধা হয়ে দাঁড়ালেন কেন? তাহলে কি তারা চান না বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিক কিংবা মামলা মোকাবিলা করুক। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বেগম খালেদা জিয়াকে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। বলেছেন, ‘সাহস থাকলে আদালতে গিয়ে মামলা মোকাবিলা করুন।’

মামলায় হাজিরা দিতে গেলে সেখানে বেগম খালেদা জিয়ার সমর্থকরা ভিড় জমাবেন। কিন্তু ক্ষমতাসীনরা তাদেরকে বাধা দেবেন কেন? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। অনেকেই অভিযোগ করেছেন, ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে এই সংঘর্ষে বাধিয়েছেন, যাতে করে বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে না যান। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহজ হবে।

কেউ কেউ বলছেন, আসছে ৫ জানুয়ারির আগেই যেকোনো অজুহাতে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হতে পারে। এই ষড়যন্ত্রেরও অংশ হতে পারে এটি। এক্ষেত্রে অনেকেই ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনিমিস্ট’ এর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছিলো, জিয়া অরফানেজ ও চ্যারিট্যাবল দুর্নীীত মামলায় গ্রেপ্তার হতে পারেন বেগম খালেদা জিয়া।

এই বিষয়টিকে উল্লেখ করে বিএনপির একজন কর্মী বলেন, আসছে ৫ জানুয়ারি ‘কালো দিবসকে’ কেন্দ্র করে বিএনপি মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। এবার বিএনপির রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে। তাই সরকার চাচ্ছে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি করে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে।

তবে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন কর্মী বলেছেন, বিএনপি নেতাকর্মীরাই প্রথমে হামলা চালিয়েছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়েছে।

জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে বকশিবাজার এলাকায় শুরু হওয়া ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আট থেকে দশজনকে রাস্তায় ফেলে লাঠি ও বাঁশ দিয়ে পেটাতেও দেখেছেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা। গণমাধ্যমে এমন খবর এসেছে।

বকশীবাজার ও ঢাকা মেডিকেলের কাছে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল ও একটি গাড়ি।

সংঘর্ষে আহত অন্তত ২৫ জন বিএনপিকর্মী চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির দিন থাকায় বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া গুলশানের বাসা থেকে আদালতের পথে রওনা হন। তার আসার খবরে বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই বকশীবাজার থেকে ফজলে রাব্বি হল পর্যন্ত রাস্তা আটকে মিছিল শুরু করে।

এই মিছিলের মধ্যেই বকশী বাজার মোড়ে হঠাৎ শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

বিএনপি ও ছাত্রদলকর্মীরা ধাওয়া খেয়ে পলাশী মোড় থেকে বুয়েটের দিকে এগোলে সেখানে ছাত্রলীগ কর্মীরা আবার তাদের ধাওয়া দিলে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় দুইপক্ষেই বৃষ্টির মতো ঢিল ছোড়াছুড়ি চলে। সড়ক দ্বীপের গাছ ও বেড়া ভেঙে লাঠি বানিয়ে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি