সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন বই পায়নি এতিম ক্ষুদে শিক্ষার্থী নাইমা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৫

orphan girl nayeema
ইমতিয়াজ আহমেদ জিতু
আমার কাছে টাকা নাই । আমি টাকা দিতে পারিনি, তাই স্যার আমাকে বই দেয়নি। স্যার বলেছে, টাকা দিলে শনিবারে আমাকে বই দিবে।

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর মৌলভীপাড়ার বাসিন্দা কুমিল্লা বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থী এতিম শিশু নাইমা বই না পেয়ে এমন কথা বলেছেন।
স্থানীয় সূত্র জানায়, নাইমার মা-বাবা বেচেঁ নেই। সে একজন এতিম শিশু । বৃদ্ধ নানু তাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। নাইমা প্রথম শ্রেণি পাশ করে দ্বিতীয় শ্রেণিতে উর্ত্তীণ হয়েছে। সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় নাইমাও আজ স্কুলে এসেছে নতুন বই পাওয়ার আশায় । কিন্তু নাইমা নতুন বই পায়নি। কারণ নাইমার কাছে ১৫০ টাকা নেই। ১৫০ টাকা না দিলে কোন শিক্ষার্থী বই পাবে না বলে জানিয়েছে ওই স্কুলের শিক্ষকরা । অর্থের বিনিময়ে সহপাঠিরা যখন নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠেছে । ঠিক তখনি শিশু নাইমা বাকরুদ্ধ হয়ে দাড়িয়ে আছে স্কুলের প্রধান ফটকের সামনে । দুপুর ২ টার দিকে স্কুলের ছুটি হয়েছে। ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। কিন্তু বিকেল সোয়া ৪ টায় স্কুলের ফটকে গিয়ে নাইমাকে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

       অর্থের বিনিময়ে নতুন বই !

শুধু নাইমা নয়, নাইমার মত অনেক শিক্ষার্থীই আজ বই পায়নি । কারণ এসব শিক্ষার্থী ১৫০ টাকা করে স্কুল শিক্ষকদের দিতে পারেনি।
স্কুলের সামনে গিয়ে দেখা মিলল অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের । তারা হতাশ ।
বাংলাদেশ সরকার উৎসবমুখর পরিবেশে যখন বিনামূল্যে বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। ঠিক তখনি কুমিল্লা নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পুরাতন বই জমা দিয়ে অর্থের বিনিময়ে নতুন বই নিতে হয়েছে অনেক শিক্ষার্থীকে । আবার অনেক বই নিতে পারেনি, কারণ তারা টাকা দিতে পারেনি ।

comilla student- bojropur school
বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত । এতে কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ শিক্ষার্থী অধ্যয়নরত।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়মের চাচা ফিরোজ মিয়া জানালেন,আমার ভাতিঝি ১৫০ টাকার বিনিময়ে ২ টি বই ( বাংলা ও ইংরেজি) পেয়েছে। অথচ এই বই বিনামূল্যে পাওয়ার কথা ছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আজ ১৫০ টাকার বিনিময়ে দুটি করে বই পেয়েছে। বাকি বই শনিবারে দেয়া হবে বলেছে শিক্ষকরা।
মোঃ ইমন জানান, আমার ভাগ্নে প্রথম শ্রেণির ছাত্র সায়মন , দুই ভাগ্নি ২য় শ্রেণির শিক্ষার্থী নিঝুম ও লামিশা ১৫০ টাকা স্কুলে চাদাঁ দিয়ে ২ টি করে বই পেয়েছে।
তৃতীয় শ্রেণির ছাত্রী পায়েলের বড় ভাই পিয়াস জানান, আমার ছোট বোন ১৫০ টাকা চাদাঁ দিয়ে ৩ টি বই পেয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্রী পিওনা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারুফার মাতা আফরোজা বেগম জানান, আমার দুই মেয়ের জন্য স্কুলে আজ ২০০ টাকা দিয়েছি। শনিবারে আরো ১০০ টাকা দিতে হবে।
তৃতীয় শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তারের মাতা মোরশেদা বেগম জানান, আমরা টাকা দিতে পারিনি, তাই আমার মেয়ে নতুন বই পায়নি ।
তিনি আরো বলেন, স্কুলের শিক্ষকরা আমাদের বলেছে, এই টাকা স্কুলের আয়ার বেতনের জন্য। টাকা দিতে হবে, নতুবা বই দেয়া হবে না।
এই স্কুলের অনেক শিক্ষার্থী টাকা দিতে না পারায় নতুন বই পায়নি।
বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, অর্থের বিনিময়ে বই বিতরণ । এ বিষয়টি সঠিক নয়। এ টাকাটা নেয়া হয়েছে স্কুলের আয়ার বেতনের জন্য। বইয়ের জন্য কোন টাকা নেয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলে অনেক দিন ধরে আয়া ছিল না। আমরা একজন আয়া নিয়োগ দিয়েছি। চলতি বছরের ১২ মাসে এই মহিলার বেতন দেয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেয়া হচ্ছে।
এছাড়া আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে নতুন বই দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আবার অনেক প্রতিষ্ঠানে সম্পূর্ণ বইয়ের সেট পায়নি শিক্ষার্থীরা।
এদিকে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রোল নং শিক্ষার্থীকে বই দেয়া হয়েছে । বাকি শিক্ষার্থীদের বই দেয়া হয়নি। অন্য শিক্ষার্থীদের আগামী শনিবারে বই দেয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
কাটাঁবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হয়েছে। অন্য শ্রেণিদের শনিবারে দেয়া হবে বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি