সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বিএনপিতে ঐক্য ॥ আ’লীগে ভাঙ্গন ॥ অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি ॥ ডিফেন্সিভ মুডে জামায়াত-শিবির


বিএনপিতে ঐক্য ॥ আ’লীগে ভাঙ্গন ॥ অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি ॥ ডিফেন্সিভ মুডে জামায়াত-শিবির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

mayor-shokko-rabeya-yasin

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
২০১৪ সালে কুমিল্লার রাজনীতিতে অনেক পরিবর্তনের হাওয়া লেগেছে । দীর্ঘ ২৮ বছরের অর্ন্তকোন্দলের অবসান ঘটিয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দুই নেতা হাজী ইয়াছিন ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ঐক্যবদ্ধ রাজনীতি করার ঘোষণা দেন। অপর দিকে কুমিল্লা জেলা আ’লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে বছরজুড়ে অর্ন্তকোন্দল বিরাজমান ছিল । দেখা দিয়েছে অসংখ্য ভাঙ্গন। অপরদিকে কুমিল্লা জাতীয় পার্টিও ভেঙ্গে চুরমার হয়েছে। অপরদিকে জামায়াত-শিবির অনেকটা ডিফেন্সিভ মুডে রয়েছে। এদিকে চান্দিনায় জোটের স্বার্থে বিএনপি নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।

 

                                                       ফিরে দেখা-২০১৪
২৮ বছর পর বিএনপির রাজনীতিতে সমঝোতাঃ
২০১৪ সালের ১১ নভেম্বর, বেলা ১১ টা। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি ঘিরে একত্র হন অর্ন্তকোন্দলে জড়িয়ে থাকা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও কুসিক মেয়র মনিরুল হক সাক্কু । অবশেষে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির ২৮ বছরের অর্ন্তকোন্দলের অবসান ঘটে । বেগম রাবেয়া চৌধুরীর মাধ্যমে জেলা বিএনপির এই দুই নেতা সমঝোতায় আসেন । অঙ্গীকারবদ্ধ হন ভবিষ্যতে দলীয় কার্যক্রম এক সাথে পরিচালনা করতে। আলোচনা সভায় রাবেয়া চৌধুরী মেয়র সাক্কুকে মিষ্টি খাইয়ে দেন । সেই সাথে তাদের দু’গ্রুপের বহু দিনের বিভেদের অবসান ঘটে। পরবর্তীতে ২৯ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের জনসভার সকল প্রস্তুতি এই দুই নেতা এক সাথেই সমঝোতার ভিত্তিতে সম্পাদন করেন । জনসভার দিনও তারা এক সাথেই ছিলেন।
কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন জানান, আমাদের কুমিল্লার বিএনপিতে টুকটাক ভুল বোঝাবুঝি ছিল । এখন দেশের র্দুদিন । গণতন্ত্র এখন নেই । মানুষ এখন দুর্ভোগে । আমরা তো রাজনীতি করি মানুষের জন্যই । তাই দেশের র্দুদিনে আমরা আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান করেছি । রাবেয়া আপা আমাদের দুজনসহ (সাক্কু-ইয়াছিন) অন্যান্য নেতাকর্মীদের বাসায় ডেকে নিয়ে এক সাথে রাজনীতি করার জন্য বলেছে । এখন সাক্কু-ইয়াছিন কোন আলাদা গ্রুপিং নেই ।
উল্লেখ্য যে, রাবেয়া চৌধুরী ও আকবর হোসেনের মধ্যে গ্রুপিংয়ের মধ্য দিয়ে ১৯৮৭ সালে কুমিল¬া জেলা দক্ষিণ বিএনপিতে প্রথম কোন্দলের সূত্রপাত হয় । ২০০৭ সালে এ কোন্দল হাজী ইয়াছিন ও সাক্কুর মধ্যে রূপ নেয়।
বিভিন্ন উপজেলায় বিএনপির ফটোসেশনের রাজনীতিঃ
কুমিল্লার জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যক্রমগুলো ফটোশেসনের রাজনীতিতে সীমাবদ্ধ রাখে। মামলা ও গ্রেফতার আতংকে অনেকেই এলঅকা ছাড়া ছিল। দলীয় কার্যক্রমে যারা আসত তারা ফটোসেশনের রাজনীতিতেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে। কয়েকজন ফটোগ্রাফার ডেকে অথবা নিজেরাই ফটো তুলে বিভিন্ন পত্রিকা অফিসে পাঠিয়ে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করত। জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ২০ ফেব্রুয়ারী থেকে ১৫ মার্চ পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মাঠে থাকলেও নির্বাচনে পরাজয়ের পর বছরজুড়ে তারা অনেকটা আতœগোপনে চলে যায়। তেমনিভাবে সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, দেবিদ্ধার, নাঙ্গলকোট, হোমনা, মেঘনা, তিতাস উপজেলায় বিএনপির সাংগাঠনিক অবস্থা ছিল খুবই নড়বড়ে ।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ বুড়িচং ও বি-পাড়া উপজেলায় প্রতি মাসে এসে দলীয় সাংগাঠনিক কার্যক্রম চাঙ্গা রাখার চেষ্টা করেন। এদিকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল বছরজুড়ে মহাসড়কে মিছিল আন্দোলন করে মাঠ দখল রাখার চেষ্টা করলেও বিএনপি নেতাকর্মীরা অনেকেই ছিল নিষ্ক্রিয় ।
উপজেলা নির্বাচনে ভরাডুবিঃ
কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, বি-পাড়া, চান্দিনা, বরুড়া, মুরাদনগর, মেঘনা, লাকসাম ও নাঙ্গলকোট এই ১০ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা পরাজয় বরণ করেন। দলীয় অর্ন্তকোন্দল, বড় নেতাদের উদাসীনতা, সরকার দলীয় লোকদের কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগেই তাদের পরাজয়ের কারন বলে জানা যায়। এদিকে জেলার বুড়িচং , মনোহরগঞ্জ, দেবিদ্বার, তিতাস ও হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে।

rail minister marry-1

জেলা আ’লীগের অর্ন্তকোন্দল বাড়ছেঃ
জেলা (দক্ষিণ) আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এডভোকেট-রেলমন্ত্রী মুজিবের সাথে সদর এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের অর্ন্তকোন্দল অনেক দিনের পুরনো। ২০১৪ সালে জেলা বিএনপির জন্য ঐক্যের বছর হলেও জেলা আ’লীগের জন্য তা মোটেই সুখকর ছিল না। তাদের অর্ন্তকোন্দল আরো গভীর হয়েছে। কোন্দল এখন প্রকাশ্যে । ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে জেলা (দক্ষিণ) আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. এর বড় ছেলে কুমিল্লা চেম্বারস অব কর্মাসের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার বিপরীতে ছিলেন দলীয় প্রার্থী সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার । নির্বাচনে এমপি বাহার পাশ করে দ্বিতীয়বারের মত সাংসদ নির্বাচিত হন। রেলমন্ত্রী মুজিব-আফজল খানের সাথে এমপি বাহারের দুরত্ব বৃদ্ধির বছর ছিল ২০১৪ সাল। যার ফলে রেলমন্ত্রীর বিয়ের দাওয়াতে কুমিল্লার সব রাজনীতিবিদ উপস্থিত থাকলেও সদর এমপি বাহার অনুষ্ঠানে যাননি। যদি রেলমন্ত্রী মুজিব নিজেই সরাসরি এমপি বাহারের কুমিল্লার মুন্সেফবাড়ির কার্যালয়ে গিয়ে বিয়ের নিমন্ত্রণপত্র দিয়ে আসেন।
১২ জানুয়ারী কুমিল্লার জনগণ তথা জেলা আ’লীগের জন্য সুখবর ছিল, টানা তৃতীয়বারের মত রেলমন্ত্রী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান সাংসদ মুজিবুল হক মুজিব । এছাড়া পরিকল্পনা মন্ত্রনালয়ের দায়িত্ব পান কুমিল্লার আহম মোস্তফা কামাল ( লোটাস কামাল) এমপি।

জেলা আ’লীগের কার্যালয় ও পূবালী চত্ত্বর এমপি বাহারের নিয়ন্ত্রনে ছিলঃ
গেল বছর জেলা আ’লীগের লাকসাম রোডের কার্যালয় এমপি বাহার গ্রুপের দখলে ছিল। রেলমন্ত্রী মুজিব ও আফজল খান গ্রুপ জেলা আ’লীগের কার্যালয়ে এখন যায় না বললেই চলে। এছাড়া নগরীর প্রাণকেন্দ্র পূবালী চত্ত্বর, টাউনহল বিভিন্ন মিছিল-সমাবেশে এমপি বাহার গ্রুপের নিয়ন্ত্রনে ছিল।
কুমিল্লা (জেলা ) দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মিঠু এক সময় আফজল খান ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের গ্রুপে থাকলেও ২০১৪ সালের শুরুতে আনিছুর রহমান মিঠু ও জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক জালাল উদ্দিনকে নিয়ে এমপি বাহারের গ্রুপে যোগদান করে। এদিকে একসময় এমপি বাহারের সবচেয়ে কাছের সৈনিক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম বছরের শুরুর দিকে রেলমন্ত্রী মুজিব ও পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর গ্রুপে যোগ দেন।
অনেক অন্তরালে ছিল আ’লীগের দুই সাবেক সাংসদঃ
কুমিল্লা (সদর দক্ষিণ-বরুড়া) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল, দেবিদ্ধার আসনের সাংসদ দশম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এই দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী জোটের স্বার্থে মনোনয়ন পায়। এমপি পদ চলে যাওয়ার পর বছর জুড়ে এই দুই সাবেক সাংসদ অনেকটা অন্তরালে চলে যান।
প্রভাবশালী উপজেলা চেয়ারম্যানের পতনঃ
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বুড়িচংয়ের প্রভাবশালী উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন বিএনপি প্রার্থী মিজানুর রহমানের কাছে পরাজয় বরণ করেন। এতে করে উপজেলায় ও আ’লীগের সাংগাঠনিক কার্যক্রমে সাজ্জাদের ক্ষমতা অনেক হ্রাস পায়।

comilla jela aowmilig 1

রাজকীয় হালে মুজিবুল হকের বিয়ে
বছরের শেষে কুমিল্লা তথা সারা বাংলাদেশের রাজনীতির টক অব টাউনে পরিণত হয় রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের বিয়ে। জীবনের ৬৮-তম বসন্তের প্রারম্ভে চান্দিনার মেয়ে রিক্তার সাথে জীবন সংসারের ভেলায় নিজেকে জড়িয়ে নেন রেলমন্ত্রী। ৩১ অক্টোবর বিকেল ৩টা। মাথায় সোনালী পাগড়ি। গায়ে গোলাপী শেরওয়ানী। পায়ে রাজকীয় নাগরা। মুজিবুল হক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য দলের নেতাকর্মীসহ প্রায় ৩ শতাধিক গাড়িবহর আর ৬’শ বরযাত্রী নিয়ে বর সেঁজে চান্দিনার মিরাখলা গ্রামে আগমন করেন । বরপক্ষ কনের পিত্রালয়ে পৌছার সাথে সাথে বরের বড় বোন কনের কাছে পৌঁছে দেন গহনা, কসমেটিক্স ও বিয়ের শাড়ি। বিয়েতে কনের জন্য দেয়া হয় দুই ব্রিফকেস কসমেটিক্স। কনের জন্য দেশী শাড়ি কেনা হয়েছে ৪০ হাজার টাকায়। বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে কনে হনুফা আক্তার রিক্তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। তার বিয়ে পড়ান মীরাখলা গ্রামের কাজী মাও: ছিদ্দিকুর রহমান। বিয়েতে দেন মোহর ধরা হয় ৫ লাখ ১ টাকা। মোহরানার পুরোটাই পরিশোধ করেছেন বর মুজিবুল হক। বিয়েতে বর রেলমন্ত্রীর পক্ষে সাক্ষী হয়েছেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার ও মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার। এদিকে কনের পক্ষে স্বাক্ষী হয়েছেন, কুমিল্লার জাতীয় পার্টির নেতা খালাতো ভাই লুৎফর রহমানও ফজলুল করিম। এদিকে পকেটমারদের উৎপাত ছিল লক্ষ্যণীয় । বিয়েবাড়িতে প্রায় শতাধিক মানুষের টাকা, মানিব্যাগ, মোবাইল চুরি হয়।

2472

চান্দিনায় জোট রক্ষা করতে খোরশেদ আলমকে বহিষ্কার
গেল বছর কুমিল্লার চান্দিনায় ২০ দলীয় জোট নেতাকর্মীদের মধ্যে মামলা, পাল্টা মামলা, হামলা, বহিষ্কারাদেশ ঘটনায় আভ্যন্তরিন কোন্দল মাথাচাড়া দিয়ে উঠে। নেতাকর্মীরা হয়ে পড়ে দ্বিধা বিভক্ত। গত ২৭ আগষ্ট ছিল ২০ দলীয় জোটের মতবিনিময় সভা। এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কার্যালয়ে মতবিনিময় সভায় যোগদান করতে আসলে বিএনপি’র অতি উৎসাহী কিছু নেতাকর্মী তার গাড়ীতে হামলা করে গাড়ী ভাংচুর ও নেতাকর্মীদের আহত করেন। ওই ঘটনাই কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি ও চান্দিনা বিএনপির সভাপতি খোরশেদ আলমসহ তার অনুসারী ৬ নেতাকর্মী সাময়িকভাবে বহিস্কার করা হয়। এর ফলে জোটে ভাঙ্গন দেখা দেয়। বিএনপির সাংগাঠনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ে। পরে ২ মাস ৬ দিন পর খালেদা জিয়ার কুমিল্লায় আগমন উপলক্ষে ২৩ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
রক্ষণাতœক কৌশলে জামায়াত-শিবিরঃ
বছরের প্রথম থেকে বিভিন্ন দলীয় কার্যক্রমে সক্রিয় ছিল জামায়াত-শিবির। তবে বছরের শেষের দিকে অর্থাৎ বছরের শেষ ৪/৫ মাস বিভিন্ন আন্দোলনে নেতাকর্মীরা কিছু ডিফেন্সিভ মুডে ছিল। ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের রাজনীতি। বিশেষ করে মহানগরীতে গত বছর জামায়াত-শিবির নেতাকর্মীরা দাড়াতে পারেনি। এখানে তারা শুধু ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ ছিল। হরতাল ডেকে এক-দুটি ঝটিকা মিছিল করেই শেষ তাদের কার্যক্রম। জেলার চৌদ্দগ্রাম জামায়াত-শিবিরের শক্ত ঘাটি হিসেবে পরিচিত হলেও গত বছরের শেষ ৬ মাস তারা অনেকটা দায়সারাভাবে দলীয় কার্যক্রম পালন করেছে। এর কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক চৌদ্দগ্রামের এক জামায়াত নেতা বলেন, বিভিন্ন মামলা ও সরকার দলীয় লোকদের নির্যাতনে আমাদের প্রায় ১০ হাজার নেতাকর্মী এলাকাছাড়া। তাদের পরিবারের উপরও নির্যাতন চলছে। জেলা জুড়ে জামায়াত-শিবিরের প্রায় সকল নেতাকর্মীর বিরুদ্ধেই অসংখ্য মামলা থাকায় তাদের আন্দোলনে প্রাণ ছিল না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে মিছিল-সমাবেশে জামায়াতের ব্যানার থাকলেও মিছিলগুলোতে মূলত ছাত্রশিবিরের নেতাকর্মীরাই থাকে। জামায়াত নেতারা খুব বেশি মাঠে নামেনি।

জাতীয় পার্টির করুন দশা ঃ
জাতীয় পার্টির শাসনামলের দুই বারের প্রধানমন্ত্রী চৌদ্দগ্রামের দু’বারের সাবেক সাংসদ কাজী জাফর আহমেদ দলীয় চেয়ারপার্সন এরশাদের কাছ থেকে সরে নতুন জাতীয় পার্টি ঘোষণা করার পরে কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি এয়ার আহমেদ সেলিম, সাবেক সাংসদ আনসার আহমেদ কাজী জাফর সমর্থিত জাতীয় পার্টির দলে যোগদান করে। অপরদিকে কেন্দ্রীয় আরেক ভাইস-চেয়ারম্যান আইসিএল গ্রুপের চেয়ারম্যান এইচ এন সফিকুর রহমান এরশাদের সাথে থেকে যায়। এদিকে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক হুমায়ন কবির মুন্সি ও প্রায় শতাধিক নেতাকর্মী জেলা বিএনপিতে যোগদান করেন। ফলে জেলা জাতীয় পার্টির অবস্থা আরো করুন হয়ে পড়ে। এদিকে কাজী জাফর বার বার অসুস্থ হয়ে পড়ায় বছরজুড়ে দলীয় কার্যক্রম অচলাবস্থায় ছিল। এদিকে এরশাদ সমর্থিত শফিকুর রহমান আইসিএল কেলেংকারির জন্য এলাকায় জনসম্মুখে তেমন আসতে পারেনি। সব মিলিয়ে বছরজুড়ে জেলা পার্টির অবস্থা ছিল লেজেগুবুড়ে।
যারা পরলোকগমন করলেনঃ
গেল বছরের বরুড়া আসনের প্রভাবশালী তিন বারের সাবেক এমপি ও ২৩ মার্চ দুপুরে বরুড়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম ও ২৪ জুলাই কুমিল্লা-৬ (সদর) আসনের জাতীয় পার্টির দু’বারের সাংসদ আনসার আহমেদ পরলোক গমন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি