সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গায়ের জোরে টিকে থাকার কোন ইতিহাস নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৫

1231
পূর্বাশা ডেস্ক:
নতুন মেয়াদে প্রথম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রীর দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে মধ্যবর্তী নির্বাচন বা বিরোধী পক্ষের সাথে আলোচনার কোন ইঙ্গিত না থাকায় সহিংসতা ও নাশকতায় রাজপথ উত্তপ্ত থাকবে বলেই মনে করছে সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর ভাষণে আলোচনার ইঙ্গিত থাকলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসতো এবং বিরোধী পক্ষকেউ আপাতত জ্বালাও পোড়াও থেকে নিবৃত করা যেত বলে মনে করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মনজুর আহসান। তিনি বলেন, রাজনৈতিক কৌশলগত কারণে হলেও প্রধানমন্ত্রী আলোচনার প্রস্তাব দিতে পারতেন। তাতে আন্দোলন বন্ধ হতো জনজীবনে স্বস্তি আসতো। সরকার হয়তো মনে করছে বিএনপির আন্দোলনের শক্তি নেই। যে দলের প্রতি সমর্থন রয়েছে দেশের ৩৫ ভাগ মানুষের সেরকম একটি দলকে দুর্বল মনে করলে শাসকদলই বরং ভুল করবে। ইতিহাসে এরকম অনেক ভুলের চিত্র রয়েছে। ৩৫ ভাগ মানুষের ক্ষোভ বিষ্ফোরিত হলে কোন শক্তিই তাকে দমাতে পারবে না।

তিনি বলেন, ইতিহাসে দেখাগেছে যখনই শাসক শ্রেণী তার বিরোধী পক্ষকে দুর্বল ভেবে তাদের ওপর দমন নিপীড়ন করেছে তখনই নিপীড়িতদের সঞ্চিত শক্তি সেই পরাক্রমশালীকে পরাস্ত করেছে। সাম্প্রতিক ইতিহাসে তিউনিসিয়া, মিশর, ইয়ামেন, লিবিয়া যার উদাহরণ। লিবিয়া এবং মিশরের শাসকরা যেভাবে তার সকল বাহিনীকে প্রস্তুত করেছিলেন আওয়ামীলীগ সরকার তা কখনই পারবে না। বাংলাদেশের রাজনীতি, আঞ্চলিকতা, সহবস্থান, সংস্কৃতিতে এটি সম্ভব নয়। তাহলে কিসের ভিত্তিতে সরকার গায়ের জোর দেখাচ্ছে তা বোধগম্য নয়। আমাদের দেশে অতীতের কয়েকটি সরকারও একতরফা গায়ের জোরে টিকে থাকার চেষ্টা করেছে। তাদের এসব হটকারি সিদ্ধান্তের ফলে দেশ অনেক পিছিয়েছে। এখনো রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও সরকারের আচরণ দেশকে পিছিয়েই নিবে।

ড. মনজুর আহসান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পক্ষে সরকার যত কথাই বলুক দেশের মানুষ সেই নির্বাচন গ্রহণ করেনি। অনির্বাচিত বা বিতর্কিত সরকারের দ্বারা দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। মালয়েশিয়ার উন্নয়নকে এখন কোন কোন বুদ্ধিজীবী মডেল হিসাবে দেখাতে চেষ্টা করেন। তারা বলার চেষ্টা করেন মাহাথির মোহাম্মদ একনায়কতান্ত্রিক শাসক হয়ে উন্নয়নের জোয়ার দিয়েছেন। বাংলাদেশেও সেটি করা সম্ভব। মাহাথির মোহাম্মদ একনায়কতান্ত্রিক শাসক হলেও দুর্নীতির বিরুদ্ধে তার জেহাদ মালয়েশিয়ার উন্নয়নের অন্যতম ভিত্তি ছিল। এছাড়া পর্যটক আকৃষ্ট করার মতো প্রকৃতি ও সেবা এবং অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদের সমবন্টনের ফলেই আজকের মালয়েশিয়া তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের এখানে সরকারের কর্তা ব্যক্তিরাই দুর্নীতির সাথে জড়িত এবং সেই পরিমাণ প্রাকৃতিক সম্পদ না থাকায় মালয়েশিয়ার সাথে তুলনা করা উচিত হবে না।

এদিকে বেগম খালেদা জিয়ার লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণায় চিন্তিত ব্যবসায়ীরা। বিশেষ করে কৃষি ও প্রাণীজ উৎপাদনকারীরা উদ্বেগ উৎকন্ঠায় পড়েছেন। ময়মনসিংহের আরাফাত ফিশারিজের ব্যবস্থাপনা পরিচালক আরাফাত হোসেন বলেন, মাছের খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় এখন মৎস চাষীরা ভালো নেই। এখন যে সময় চলছে তাতে অধিকাংশ ফিশারিজের মাছ বিক্রির সময়। যদি এভাবে অবরোধ চলতে থাকে তাহলে মৎস চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হবেন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি