সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জোটের পতাকা মিছিলে শীর্ষ নেতাদের অনেকেই নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৫

DSC_1944
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা নগরীতে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিলে জোটের অনেক শীর্ষ নেতারই দেখা মিলেনি।
গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা ২০ দলীয় জোটের উদ্যোগে নগরীর কান্দিরপাড়ের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি রাজগঞ্জ এলাকা দিয়ে সাকির্টহাউজ এলাকা দিয়ে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সাড়ে ১১ টার দিকে কার্যক্রম শেষ হয়।
কালো পতাকা মিছিলে অনুপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রনেতা জানান, আমাদের জোটের নেত্রী তিন দিন ধরে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ । তাছাড়া আজ গণতন্ত্র হত্যা দিবস । এ উপলক্ষে বের করা কালো পতাকা মিছিলে যেসব শীর্ষস্থানীয় নেতার উপস্থিত থাকার কথা , তারাই বিভিন্ন অজুহাতে মাঠে নেই। এর মধ্যে জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর অনেক বয়স হয়েছে। তিনি অসুস্থ। নেত্রীর কথা না হয় বাদ দিলাম । জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কু ও মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদসহ আরো অনেকের উপস্থিতি আজ প্রয়োজন ছিল।
কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক জানান, হাজী ইয়াছিন ও মেয়র সাক্কু সমস্যা থাকায় মাঠে আসতে পারেনি। তবে তারা আজকের কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন।
জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ইয়াছিন ভাই অসুস্থ । তিনি ঢাকায় অবস্থান করছেন। মেয়র সাক্কু ভাই গভীর রাতে বাড়িতে ফিরেছেন। উনার পরিবারের সদস্য অসুস্থ। তবে তাদের দিক নির্দেশনায় আমরা আজ সফল কর্মসূচী পালন করেছি।
কালো পতাকা মিছিলে উপস্থিত ছিলেন, জেলা (দক্ষিণ) বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ফজলু, সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম , মহানগর জামায়াতের নায়েবে আমির মাষ্টার আমিনুল হক, সেক্রেটারি মোসলেহ উদ্দিন, জেলা (দক্ষিণ) বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, কুমিল্লা (দক্ষিণ) জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমীর , সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহলম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি