মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অবরোধে কুমিল্লায় মাঠে নেই রাবেয়া চৌধুরী-ইয়াছিন-সাক্কু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০১.২০১৫

rabeya chodhory- Sakku

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

দেশব্যাপী আন্দোলন ২০ দলীয় জোটের। কুমিল্লায় বিএনপি-জামায়াত ছাড়া অন্য কোন দলের দেখা নেই মাঠে। জামায়াত-শিবিরের কিছু নেতা কারাগারে এবং মামলা-গ্রেফতার আতংকে কিছু নেতা পালিয়ে বেড়াচ্ছেন। কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিক বেগম রাবেয়া চৌধুরী অসুস্থ। বিএনপির সদ্য অবসান হওয়া দুইটি পৃথক গ্রুপের নেতা কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। টানা অবরোধের ৭ দিনেও আন্দোলনের মাঠে দেখা যায়নি বিএনপির এ দুই নেতাকে।

এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমিরসহ আরো কয়েকজন দ্বিতীয় সারির নেতা তাদের কর্মীদের নিয়ে বিনোদনে রয়েছেন কুমিল্লা ক্লাবের উদ্যোগে কক্সবাজার বনভোজনে।

কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, অবরোধের প্রথম দিন গত ৬ জানুয়ারী জেলা বিএনপি-যুব-ছাত্রদলের কিছু নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় কিছুক্ষণ করে অবস্থান করেছিল। পরে পুলিশের তাড়া খেয়ে তারা মহাসড়ক থেকে চলে যান। এরপর থেকে তাদের আর মহাসড়কে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে কুমিল্লা নগরীতে ছোট একটি মিছিল করেই আন্দোলন কর্মসূচী পালন করে আসছেন বিএনপির দ্বিতীয় ও তৃতীয় সারির নেতা-কর্মীরা। যেন অনেকটা দায়সারা দায়িত্ব পালন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী জোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ছিলেন বেশী মনোযোগী। দলের বিভিন্ন আন্দোলন-কর্মসূচীতে স্বল্প সময়ের জন্যই তিনি হাজির হতেন। তবে এবারের লাগাতার অবরোধ কর্মসূচীতে তার আর দেখা মিলেনি।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুও বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। আওয়ামী জোট সরকার ক্ষমতা গ্রহণের পর অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি জোট। দলের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়ে মনিরুল হক সাক্কু মেয়র পদে বিজয়ী হন। এতে করে প্রথমে দলের সদস্য পদ খোঁয়া গেলেও বিজয়ের পর ওই পদ ফিরে পান তিনি। আওয়ামী লীগের একটি অংশ ও বিএনপির একটি অংশের ভোটেই নির্বাচিত হন তিনি। এমনটিই এখনো মনে করছেন কুমিল্লার রাজনীতি সংশ্লিষ্ট লোকজন। আর তাই সরকার বিরোধী আন্দোলন-কর্মসূচী প্রায় এড়িয়ে চলেন অথবা মাঝে-মধ্যে স্বল্প সময়ের জন্য উপস্থিত হন। এবারের লাগাতার অবরোধ কর্মসূচীই তার সম্পর্কে জনমনের ধারণার ভিত্তি অনেকটা মজবুত করেছে। কারন এবারের লাগাতার অবরোধ কর্মসূচীতে তার কোন ছায়াই পড়েনি। সূত্রমতে, হাজী ইয়াছিন ও মেয়র সাক্কু স্বপরিবারে অবস্থান করছেন ঢাকায়।

এ দিকে অবরোধের প্রথম দিন কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় ট্রাক ভাংচুরের নাশকতা মামলায় হাজী ইয়াছিন-মেয়র সাক্কু গ্রুপের উল্লেখযোগ্য কোন নেতাকর্মীর নাম না থাকাটাও রহস্যের জন্ম দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান, জেলা ও মহানগর বিএনপির অনেক নেতাই অনেকটা সমঝোতার রাজনীতি করছেন । এর কারণ হিসেবে বলেন, বিএনপির কিছু নেতার সাথে সরকার দলীয় লোকজনের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে। আর এই কারনেই কুমিল্লার রাজনৈতিক চিত্র ও প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন।

এদিকে, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি বরেণ্য রাজনীতিক বেগম রাবেয়া চৌধুরী অসুস্থ। তাই মাঠে নেতৃত্ব দেয়ার মতো সক্ষমতা এখন আর নেই তার। জেলা (দক্ষিণ) বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ফজলুকে অবরোধের ৭ দিনে ২/৩ দিন মাঠে ছিলেন।

অপরদিকে, কুমিল্লা (দক্ষিণ) জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা জাতীয়তাবাদি আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক কাইমুল হক রিংকু (মেয়র সাক্কুর ছোট ভোই), যুবদল নেতা নজরুল ইসলাম স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী ও মহানগর বিএনপি নেতা হুমায়ন কবির , জেলা বিএনপি নেতা রহমান ও শাহ আলমসহ আরো অনেক নেতা তাদের কর্মী নিয়ে কুমিল্লা ক্লাব আয়োজিত ৫ দিনের বনভোজনে বিনোদনে গেছেন কক্সবাজার। গত ৮ জানুয়ারি তারা কক্সবাজার যান । যে বনভোজনে নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

জানা গেছে, অবরোধ চলাকালে প্রতিদিনই জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে স্বল্প পরিসরে মিছিল বের করছেন বিএনপি-জামায়াতের কিছু নেতা-কর্মী। মিছিল শেষে তাদের অনেকেই মাঠে থাকছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক ছাত্রনেতা বলেন, জোটনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ। জোটের ডাকা অবরোধে যেসব শীর্ষস্থানীয় নেতা উপস্থিত থেকে আন্দোলনে নেতৃত্ব দেয়ার কথা তারাই বিভিন্ন অজুহাতে মাঠে নেই। এর মধ্যে জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর অনেক বয়স হয়েছে। তিনি অসুস্থ। তার কথা না হয় বাদ দিলাম। জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র মনিরুল হক সাক্কুসহ আরো অনেকের উপস্থিতির প্রয়োজন ছিল।

কুমিল্লা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ইয়াছিন ভাই ও সাক্কু ভাই ঢাকায় আছেন । তারা অসুস্থ । অবরোধের জন্য কুমিল্লা আসতে বিলম্ব হচ্ছে। তবে তাদের দিক নির্দেশনায় আমরা কর্মসূচী পালন করে যাচ্ছি।

এ বিষয়ে বক্তব্য জানতে বেগম রাবেয়া চৌধুরী, হাজী আমিন উর রশীদ ইয়াছিন ও মনিরুল হক সাক্কুর মুঠোফোনে কল করলেও সংযোগে পাওয়া যায়নি।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক ফজলু বলেন, নেতাদের আন্দোলনে মাঠে না থাকাটাও হয়ত রাজনৈতিক একটি কৌশল।

এদিকে, ২০ দলীয় জোটের দেশব্যাপী ডাকা আন্দোলনে প্রতিদিন বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরী ফারুক, (দক্ষিণ) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, ভিপি জসিম, বিএনপি নেতা হাজী মাসুক, কুমিল্লা (দক্ষিণ) জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি উদবাতুল বারি আবু, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, সাংগাঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম- সম্পাদক ফারুক আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি