সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাষ্ট্রপতির জীবনী নেই বঙ্গভবন ওয়েবসাইটে!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

bangabhaban

পূর্বাশা ডেস্কঃ

বঙ্গভবন ওয়েবসাইটে দেশের সাবেক সব রাষ্ট্রপতির জীবন-বৃত্তান্ত থাকলেও নেই বর্তমান রাষ্ট্রপতির জীবন-বৃত্তান্ত। বঙ্গভবন ওয়েবসাইটে রাষ্ট্রপতির ফটো গ্যালারির প্রথম পৃষ্ঠার ছবিগুলো বর্তমান রাষ্ট্রপতির। মোট ৩১ টি ছবি আছে এখানে। অথচ এরমধ্যে রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতিনিধিত্বকারী একটি ছবিও নেই।

আমাদের সংবিধান অনুসারে রাষ্ট্রপতির কাজের পরিসর অনেক কম। তবুও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদান করছেন রাষ্ট্রপতি। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ ভ্রমন করছেন তিনি। এসবের ছবি বা বক্তব্য গণমাধ্যমে বিশেষভাবে প্রকাশিত ও প্রচারিত হলেও নেই বঙ্গভবন ওয়েবসাইটে। বিভিন্ন সময়ে দেশে-বিদেশে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেও ওয়েবসাইটে রাষ্ট্রপতির গ্যালারিতে এসব ছবির উপস্থিতি খুবই কম।

সবমিলে অতি নগণ্য আয়োজনের এই ওয়েবসাইটটি। অবশ্য পাশ্ববর্তী দেশ ভারতের রাষ্ট্রপতির দপ্তর ‘রাষ্ট্রপতি ভবন’, পাকিস্তানের রাষ্ট্রপতির দপ্তর বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দপ্তর ‘হোয়াইট হাউজ’-এর ওয়েবসাইটে রাষ্ট্রপতিদের জীবন বৃত্তান্ত আছে। হোয়াইট হাউজের ওয়েবসাইটে ‘ফটো অব দ্যা ডে’ নামেও একটি স্পেস আছে।

তাছাড়া ছবির গ্যালারিতে উপরের দিকের ছবিগুলো ‘দায়িত্বপালনকারি রাষ্ট্রপতি’র (সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর) আমলের। আর নির্বাচিত হয়ে বর্তমান রাষ্ট্রপতি দায়িত্ব পালন শুরুর পরের ছবিগুলোর অবস্থান গ্যালারির নিচের দিকে। ছবিগুলোর ক্যাপশনে দিন-তারিখ লেখা থাকলেও কোন ছবিটি কত সালে তোলা তা লেখা নেই। এতে নিকট অতীতের ছবিগুলোর দেখে কিছু আন্দাজ করা গেলেও ভবিষ্যতে বুঝার উপায় থাকবে না।

তাছাড়া উপরের ছবিগুলোর ক্যাপশনে রাষ্ট্রপতিকে ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও সংবিধানের এই সংক্রান্ত অনুচ্ছেদ-৫৪ তে ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’ বলে কোন কিছু লেখা নেই। ‘অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার’ শিরোনামের এই অনুচ্ছেদে লেখা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’

তরুণরাই তথ্য-প্রযুক্তি বেশি ব্যবহার করে। অপরাজনীতি চর্চায় ডুবে থাকা তরুণ সমাজ বঙ্গভবনের ওয়েবসাইটে ঢুকে রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বৃত্তান্ত থেকে মানসম্পন্ন রাজনীতির পাঠ নিতে পারত। পুরো ওয়েবসাইটিই ইংরেজিতে। বাংলার ছিটেফোটা এর কোথাও নেই।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময়ের ৪২০টির মতো ছবিও আছে এই গ্যালারিতে। তাছাড়া সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সময়কার ৩৭৫টির মতো ছবি আছে গ্যালারিতে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি