স্টাফ রিপোর্টারঃ
চলমান হরতাল ও অবরোধের কারণে বছরের শুরুতেই চরম ঝুঁকিতে পড়েছে অর্থনীতি। গবেষকদের মতে, এক দিনের হরতালে ক্ষতির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা। সে হিসাবে গত রোববার পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাজারে টাকার সরবরাহ কমে গেছে। যে পরিমাণ টাকা আছে তাও হাত বদল হচ্ছে কম। অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের কারণে দেশের অর্থনৈতিক কর্মকা- কমে গেছে প্রায় ৫০ শতাংশেরও বেশি। মালামাল পরিবহন, যাতায়াত, কেনাকাটা, চিকিৎসা, পর্যটন, শিল্প, বিমা ও কৃষি খাতেই ক্ষতির ভয়াবহতা ইতোমধ্যে প্রকট আকার ধারণ করেছে। এছাড়া ব্যবসা-বাণিজ্যের আর্থিক খাতগুলোর বাইরেও শিক্ষাসহ সাধারণ মানুষের জীবনযাত্রার নানা পর্যায়ে ক্ষতির পরিমাণ বেশুমার।
গার্মেন্ট মালিকরা জানান, বড় দুটি সংকট কাটিয়ে উঠতে না উঠতেই বছরের শরুতেই যুক্ত হয়েছে টানা অবরোধ কর্মসূচি। ফলে সময় মতো পণ্যের শিপমেন্ট করতে না পারায় আন্তর্জাতিকভাবে আবারো ইমেজসংকটে পড়ছে তৈরি পোশাকশিল্প খাত। সর্বনিু ১০ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দাবি করছে বিদেশি ক্রেতারা। এ অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
হরতালের একদিনের ক্ষতির বিষয়ে ঢাকা চেম্বার অব কর্মাসের এক জরিপ অনুযায়ী পাইকারী বাজার, শপিং মল, ক্ষুদ্র দোকানে প্রায় ৬০০ কোটি টাকার লেনদেন হয়। এটিকে ক্ষতি হিসেবে দেখছেন তারা। অপর দিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের হিসাবে একদিনের হরতালে সারা দেশে বিশ লাখ ট্রাক, ট্যাঙ্ক-লরি ও বাস চলাচল বন্ধ থাকে এতে প্রতিদিন পরিবহন খাতে ক্ষতির হচ্ছে ২০০ কোটি টাকা। সার্বিকভাবে এক দিনের হরতালে দেশের দৃশ্যমান অর্থনৈতিক ক্ষতি হয় ১ হাজার ৪০০ থেকে ৬০০ কোটি টাকা।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর মতে, হরতালের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। তবে সিজিএ মডেল অনুযায়ী হরতালে এক শতাংশ পুঁজি নষ্ট হলে তাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় সাড়ে চার হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের মোট জিডিপির দশমিক ৯ শতাংশ। সংস্থাটির এক গবেষণায় দেখা গেছে, হরতালে রপ্তানিতে ৫৮ কোটি ডলার, আমদানিতে ২৮ কোটি ডলার, অভ্যন্তরীণ কেনাকাটায় ৬৯ কোটি ডলার, সরকারের ঘাটতি বাড়ে ২৮ কোটি ডলার, রাজস্ব লোকসান হয় ১০ কোটি ডলার এবং ৫০ লাখ শ্রমিকের কর্মসংস্থান ব্যাহত হয়। পাশাপাশি প্রায় তিন কোটি ডলারের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সহিংসতার কারণে ১৪০ কোটি ডলারের সমপরিমাণ অর্থের উৎপাদন ক্ষতি হয়েছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা।
হরতালের কারণে প্রতিদিন উৎপাদনের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৪২ কোটি টাকা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে এক দিনের হরতালে আর্থিক ক্ষতির পরিমাণ ৫৫৪ কোটি টাকা।