মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাকে দেখার শেষ ইচ্ছা পূরণ হলো না কোকোর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

1422169516

ডেস্ক রিপোর্টঃ
খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকার সময় যেকোনো মূল্যে মাকে দেখার প্রচন্ড আগ্রহের কথা জানিয়েছিলেন আরাফাত রহমান কোকো। কিন্তু কোকো পরিবারের পক্ষ থেকে কেউ রাজি হয়নি। পরিবারের সদস্যরা তাকে বলেছিলেন, শেখ হাসিনা প্রতিহিংসাপরায়ণ। দেশে গেলেও তাকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হবে না। শনিবারে মৃত্যুর দিনও কোকো তার পরিবারের সদস্যদের বলেছিলেন, ঢাকায় ফোন করে মায়ের খোঁজখবর নেয়ার জন্য। তিনি বলেছিলেন, ঢাকায় তার মাকে গ্রেপ্তার করার হুমকি দেয়া হচ্ছে। এ সময় পরিবারের সদস্যরা তাকে দুশ্চিন্তা না করার উপদেশ দিয়ে বলেন, দেশের লাখো কোটি জনগণ রয়েছে, তারা খালেদা জিয়ার গ্রেপ্তার মেনে নেবে না। এই কারণে মাকে দেখার শেষ ইচ্ছা পূরণ হলো না কোকোর।

এদিকে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকোর মুখটি শেষবারের মতো দেখা হবে না বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। মালয়েশিয়া যাওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সেটা সম্ভব হবে না। যদিও এখনও চেষ্টা করছেন। তিনি শেষ পর্যন্ত সেখানে যেতে না পারলে সোমবার সকালেই কোকোর লাশ দেশে আসার কথা রয়েছে। তারেক রহমানের যাওয়া সম্ভব হলে লাশ আনতে একদিন দেরি হতে পারে। সেই ক্ষেত্রে মঙ্গলবার লাশ আসতে পারে। এদিকে তারেক রহমান তার ভাইয়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর কোনোদিন তার ছোট আদরের কোকোর মুখ থেকে শুনতে পাবেন না পিনু ডাকটি। তারেককে কোকো পিনু নামেই ডাকতেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেসসচিব আশিক ইসলাম জানান, তারেক রহমানের যাওয়ার বিষয়টি পারিবারিকভাবেই সিদ্ধান্ত নেয়া হবে। তবে চেষ্টা চলছে সব প্রক্রিয়া করার। সেটা না হলে সম্ভব হবে না তার যাওয়া।

এদিকে একমাত্র প্রিয় ছোট ভাইয়ের মৃত্যুতে মুষড়ে পড়েছেন তারেক রহমান। তারেক রহমান নিজেও ব্রিটেনে চিকিৎসাধীন। এরইমধ্যে শনিবার লণ্ডন সময় সকালেই মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর পান তিনি। সাতসকালে প্রিয় ভাইয়ের মৃত্যুর খবরে বাসায় এক হƒদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সুহƒদ ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই ছুটে যান তারেক রহমানের বাসায়। তবে অনেকের সঙ্গেই তারেক রহমানের দেখা হয়নি। যারা দেখা করার সুযোগ পেয়েছেন, তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমান ছিলেন বেদনাবিধুর। খুবই কম কথা বলেছেন। তবে ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বারবারই বলছিলেনÑ আরাফাত রহমানের সঙ্গে তার স্মৃতিকথা। কোকোর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। অশ্র“সজল চোখে বারবারই প্রশংসা করছিলেন ছোটভাই আরাফাতের।

লণ্ডনে তারেক রহমানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, কোকোর প্রতি প্রচণ্ড টান ছিল তারেক রহমানের। বিশেষ করে ১৯৮১ সালের ৩০ মে পিতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দুই ভাই একে অপরের প্রতি আরো বেশি ঘনিষ্ঠ ও নির্ভরশীল হয়ে ওঠেন। বড় ভাই তারেক রহমানের প্রতি কোকোর সবসময়ই ছিল শ্রদ্ধা-ভালবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কোকো তারেক রহমানকে ডাকতেন পিনু নামে।

মঈন-ফখরুদ্দিনের অনিয়মতান্ত্রিক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান ও আরাফাত রহমান। এক পর্যায়ে তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লণ্ডনে আসেন। অপরদিকে ২০০৮ সালের জুলাই মাসে আরাফাত রহমান চিকিৎসার জন্য ব্যাংককে যান। আরাফাত রহমান ব্যাংকক থেকে মালয়েশিয়া যান। মৃত্যুর আগের দিন পর্যন্ত সেখানেই বসবাস করছিলেন। তার সঙ্গে সেখানেই অবস্থান করছিলেন স্ত্রী ও ২ মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের মঈনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর দুভাই প্রায় প্রতিদিনই কথা বলতেন। এ সময় দুভাই ও তাদের পরিবারের উদ্বেগের কথাও শেয়ার করতেন তারা। আরাফাত রাহমান কোকোর সঙ্গে ২০১৪ সালের জুন মাসে তারেক রহমানের সঙ্গে সবশেষ দেখা হয়।

মালয়েশিয়ার একটি সূত্র জানায়, শেষদিনগুলোতে খালেদা জিয়ার জন্য সব সময় উদগ্রীব থাকতেন আরাফাত রহমান। কোকোর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকার সময় যেকোনো মূল্যে মাকে দেখার প্রচণ্ড আগ্রহের কথা জানিয়েছিলেন কোকো। কিন্তু কোকো পরিবারের পক্ষ থেকে কেউ রাজি হয়নি। একপর্যায়ে বুকে ব্যথা অনুভব করেন আরাফাত রহমান। হƒদরোগে আক্রান্ত হয়ে পড়লে শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় আরাফাত রহমান কোকোকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পথেই ইন্তেকাল করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি