মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনীতির হোমওয়ার্ক নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৫

250A20C500000578-2925288-image-a-31_1422195902085

ডেস্ক রিপোর্টঃ
রাজনৈতিক দলগুলো যথাযথভাবে ‘হোমওয়ার্ক’ করছে না বলে দেয়া নেয়ায় বিষম ফারাক রয়ে যাচ্ছে। মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ছুটে গিয়েছেন গুলশানে। কিন্তু দরজা খোলেনি। প্রধানমন্ত্রীকে সৌজন্যতা দেখানো হয়নি। প্রধানমন্ত্রী বেগম জিয়ার কার্যালয়ে যাচ্ছেন এ খবর টেলিভিশনে ব্রেকিং হতে দেখে অবোধ শিশুও তার পিতা মাতার কাছে জিজ্ঞেস করেছে কৌতুহল ও উৎসাহ নিয়ে সত্যি প্রধানমন্ত্রী যাবেন কি না। কারণ অনেক শিশু কখনো এই দুই নেত্রীকে পাশাপাশি দাঁড়িয়ে, হাসতে বা কথা বলতে দেখেনি। তারা তাদের দুই নেত্রীকে একে অপরকে দোষারোপ করতেই দেখছে এবং এভাবেই তারা বড় হচ্ছে।

যদি প্রধানমন্ত্রীকে দোষ দেই অনেক দোষ দেয়া যায়। যে দরজাটি তালাবদ্ধ থাকল সে দরজা দিন কয়েক আগে বেগম জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল। প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় বেগম জিয়া কিশোরী থাকার সময় সিনেমা করতে বা কার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তার সবিস্তারে বর্ণনা করেছেন। হাসিনা নামটি উচ্চারণ করে ইদানিং বেগম জিয়াও একটা সীমারেখা মেনে হলেও জনসভায় বক্তব্য রাখছেন। এখন জনসভায় বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন না। এসবই রাজনীতির অত্যন্ত নোংরা দিক। এসব নোংরা খেলা হচ্ছে অহরহ রাজনীতির নামেই। আজকাল এগুলোই রাজনীতির হোমওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে।

তারপরও প্রধানমন্ত্রী বেগম জিয়ার কার্যালয়ে ছুটে গেছেন। দরজায় দাঁড়িয়ে আছেন। যেন এক বুক আশা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তখন সত্যিই বাংলাদেশের প্রতীকি হয়ে উঠেছিলেন। হ্যা মৃতের বাড়িতে না গেলেও যে কার্যালয়ে অবস্থান করছেন, শোকে মুহ্যমান হয়ে অচেতন হয়ে তার চারপাশের মানুষগুলো তখন কি করেছে, যা ভাষায় প্রকাশের অযোগ্য হয়ে আছে। টেলিভিশনের পর্দায় কিংবা পত্রিকার পাতায় প্রধানমন্ত্রীর মুখায়বে যে সহানুভূতি ফুটে উঠেছে তা দেশবাসির প্রতিচ্ছবি। শোকাতুর বেগম জিয়ার মুখেও একই বেদনার ছায়া। এদেশের প্রতিটি মানুষ তার সন্তানদের নিয়ে থাকতে ভালবাসেন। বেগম জিয়া তা পারছেন না। কেন পারছেন না সে বিরাট প্রশ্ন। সে প্রশ্নের সদুত্তর এদেশের রাজনীতিবিদরা দিতে পারেননি।

গত ৫ জানুয়ারি বেগম জিয়া তার কার্যালয় থেকে বের হতে পারেননি। পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। এক পর্যায়ে পিপার ¯েপ্র করা হয়েছে। এসবই রাজনৈতিক মস্তিষ্কের উর্বর ফসল। এর দায় নিতে হচ্ছে আগুনে পুড়ে, কাজ হারিয়ে খেটে খাওয়া মানুষকে। অথচ তারাই এদেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখছে। রাজনীতিবিদরা তবে কেন পারছেন না একসঙ্গে বসতে। যে রাজনীতি প্রতিপক্ষকে নির্মূল করতে চায় সে আদর্শ কখনোই সাধারণ মানুষকে জানমালের নিরাপত্তা দিতে পারে না। এ উপলব্ধি কবে আসবে রাজনীতিবিদদের। ট্রেন কারো জন্যে অপেক্ষা করে না। দরজায় দাঁড়িয়ে ফিরে গেলেন প্রধানমন্ত্রী। এখন যারা কুলখানির জন্যে আশা করছেন, আপশোস তাদের বোকা রাজনীতির জন্যে।

প্রধানমন্ত্রী যে মুহুর্তে ছুটে গেছেন তখন প্রোটোকল মানেননি। তাকে জানিয়ে দেয়া হয়েছে যে বেগম জিয়া ঘুমিয়ে আছেন, পরে আসতে। তারপরও প্রধানমন্ত্রী ছুটে গেছেন। অনেকেই এর মধ্যে কঠিন রাজনীতি দেখছেন। অনেকে বেগম জিয়াকে আদৌ ইঞ্জেকশন দেয়া হয়েছে কি না সে নিয়ে রসালো বক্তব্য রাখছেন। কিন্তু পুরো জাতিকে যে ভয়ঙ্কর সর্বনাশা এক রাজনীতি যা পথ দেখিয়ে সামনে এগিয়ে নিতে পারে না এমন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে তা নিয়ে কথা বলার মত শক্তি কেন সবাই হারিয়ে ফেলছেন। এক বছর আগেও দেবযানী খোবড়াগারেকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক তলানীতে এসে পৌঁছেছিল তা নরেন্দ্র মোদি এখন কোন উচ্চতায় নিয়ে এসেছেন! টানা ১২ বছর নরেন্দ্র মোদি যে দেশে নিষিদ্ধ ছিলেন আজ সেই দেশের প্রেসিডেন্ট ও বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটি হায়দ্রাবাদের বাগানে বসে এক সঙ্গে পেয়ালা ভরে চা খাচ্ছেন। আহা একেই বলে রাজনীতির হোমওয়ার্ক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি