মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কোকোর কফিনের সামনে খালেদা জিয়ার ৩৫ মিনিট


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

Khaleda_zia__2_752665856

স্টাফ রিপোর্টারঃ

বেলা ১টা ৩০ মিনিটে আরাফাত রহমান কোকোর লাশবাহী আলিফ মেডিকেল সার্ভিসের এম্বুলেন্সটি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে এসে পৌঁছে। একটি কালো গাড়িতে করে এম্বুলেন্সের পেছন পেছনে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ মোসাদ্দেক আলী ফালু, কোকোর স্ত্রী শর্মিলী রহমান ও দুই মেয়ে জাফিয়া রহমান এবং জাহিয়া রহমান।

কার্যালয়ের সামনে জড়ো হওয়া হাজারো মানুষের ভিড় ঠেলে কার্যালরে ভেতরে এম্বুলেন্সটি প্রবেশ যথেষ্ঠ বেগ পেতে হয়। ভিড় ঠেলেই কোকোর স্ত্রী ও দুই মেয়েকে কার্যালয়ের ভেতরে নিয়ে যান। কার্যালয়ের পূর্বদিকের ফটক দিয়ে লাশবাহী এম্বুলেন্সটি ঢোকাতে প্রায় ১৫ মিনিট সময় লেগে যায়। ১টা ৪৮ মিনিটে এম্বুলেন্সে রাখা কফিন থেকে কোকোর মরদেহ বের করা হয়। এসময় আরবি লেখা একটি গিলাপ দিয়ে কোকোর মরদেহ ঢেকে কার্যালয়ের ভেতরে নেয়া হয়।

তার মরদেহ কার্যালয়ের নিচতলার সংবাদ সম্মেলন কক্ষে খয়েরি রঙের কফিনে রাখা হয়। প্রায় ১০ মিনিট পর কার্যালয়ের দোতলা থেকে দুই ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ ও কানিজ ফাতেমার কাঁদে ভর করে নিচে নেমে আসেন খালেদা জিয়া। কফিনের ভেতর ছেলের নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। নির্বাক দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এরপর আদরের ছোট সন্তানের মুখ ধরে ডুকরে কেঁদে ওঠেন। শেষবারের মতো মমতাময়ী মায়ের হাতের স্নেহের পরশ বুলিয়ে দেন ছেলের মুখে।

এ সময় খালেদা জিয়াকে দুই পাশ থেকে ধরে রাখেন দুই ভাই সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী এবং কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি। এরপর কফিনের পাশে বসে দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে জড়িয়ে ধরে কাঁধেন তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় পাশে তার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বড় বোন সেলিনা ইসলাম, দুই ভাইয়ের স্ত্রী, বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু এবং কোকোর শ্বশুড়বাড়ির লোকজনকে কাঁদতে দেখা যায়। এরপর ছেলের কফিনের সামনে বসেই মোনাজাতে শরিক হন খালেদা জিয়া।

কিছুক্ষণ পর মায়ের সামনেই কফিনটি ঢেকে দেয়া হয়। ছেলের কফিন যখন কার্যালয় থেকে বের করে এম্বুলেন্সে তোলা হয় তখন অঝোর ধারায় কাঁদতে থাকেন খালেদা জিয়া। দুই ভাইয়ের স্ত্রীর কাঁধে ভর করে দরজায় দাঁড়িয়ে ছোট ছেলেকে শেষ বিদায় জানান। যতক্ষণ ছেলের লাশবাহী এম্বুলেন্সটি কার্যালয়ের ভেতরে ছিল ততক্ষণ দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি। অস্রুসিক্ত চোখে ফেলফেল করে তাকিয়ে ছিলেন লাশবাহী এম্বুলেন্সের দিকে। বেলা ২টা ৪০ মিনিটের দিকে জানাজার জন্য এম্বুলেন্সটি কার্যালয় থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উদ্দেশে রওনা হয়। এরপর খালেদা জিয়াকে কার্যালয়ের দোতলায় নিয়ে যাওয়া হয়। এর আগে কার্যালয়ের নিচতলার কক্ষে আরবি হরফে লেখা একটি ব্যানার টানানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি