মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৮ বছরে খালেদা জিয়া যাদের হারালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০১.২০১৫

Khaleda_zia__2_752665856 - Copy

স্টাফ রিপোর্টারঃ শোক যেন বেগম খালেদা জিয়ার পিছু ছাড়ছে না। ২০০৬ সালের ১৪ জুন তাকে ছেড়ে চলে যান বড় বোন রাজনৈতিক সহযোদ্ধা খুরশিদ জাহান হক। বিএনপির নেতা-কর্মীর কাছে তিনি চকলেট আপা নামে বেশি পরিচিত ছিলেন। ১৯৯১ সালে বেগম জিয়া প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হলে সংসদে আসেন তিনি। এরপর ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচিত হওয়া ছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে খুরশিদ জাহান হক ছোট বোন খালেদা জিয়াকে পাশে থেকে এগিয়ে যেতে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছেন । বোনের শোক কাটিয়ে উঠতে না উঠতেই মা তৈয়বা মজুমদার ২০০৮ সালের ১৮ জানুয়ারি পৃথিবী থেকে বিদায় নেন। ১/১১ এর চরম রাজনৈতিক দুঃসময়ের মধ্যে তখন দিন কাটছিল খালেদা জিয়ার। সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে দুর্নীতির দায়ে কারাগারে বন্দি করে রেখেছিল। প্যারোলে মুক্তি নিয়ে তিনি মায়ের লাশ দেখেন।
ছোট ভাই সাবেক সেনা কর্মকর্তা সাঈদ ইস্কান্দর জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই পরিবারের অন্যতম অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। ৯১ সালে বিএনপি সরকার গঠনের পর থেকে দলের ভেতরেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নোয়াখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাঈদ ইস্কান্দর। ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর তিনিও বেগম জিয়াকে ছেড়ে চলে যান না ফেরার দেশে।
সম্ভবত সবচেয়ে বড় মানসিক আঘাত পান ২০১০ সালের ১৩ নভেম্বর । দীর্ঘ ৩৮ বছরের স্বামীর স্মৃতি বিজড়িত তার ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে হয়। এরপর ঐ বাড়িটির নিয়ন্ত্রণ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড। স্মৃতি বিজড়িত ক্যান্টমেন্টের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের হয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায়। এ ছাড়া গত বছর ২৭ ডিসেম্বর স্বামী জিয়াউর রহমানের চাচাতো ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মহিতুর রহমান চৌধুরী মারা যান।
তবে আরাফাত রহমান কোকোর মৃত্যু সব শোককেই ছাড়িয়ে গেছে। মাত্র ৪৫ বছর বয়সে তাকে হারাতে হবে তা হয়তো বেগম জিয়া কোনদিন কল্পনাও করেন নি। তাইতো তার মৃত্যুর খবর শুনে নির্বাক হয়ে যান তিনি। বিএনপির বিভিন্ন সূত্রে জানা যায় দুই ছেলের মধ্যে বেগম জিয়া আরাফাত রহমান কোকোকেই একটু বেশি আদর করতেন। ছোট ছেলের মৃত্যুতে একদমই মুষড়ে পড়েছেন তিনি। অনেক স্বজনই এখন খালেদা জিয়ার পাশে থাকলেও কোনোভাবেই তাকে সান্তনা দেওয়া যাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি