সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মা সমুদ্রে তোলা ফটোগুলো বাসায় নিয়ে সবাইকে দেখাবো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৫

mysha and his mother

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

মা সমুদ্রে তোলা ফটোগুলো বাসায় নিয়ে সবাইকে দেখাবো । অনেক সুন্দর হয়েছে ফটোগুলো । গতকাল রাতে বাসে বসে মায়ের সাথে তোলা ফটোগুলো মাকে দেখিয়ে মাইশা নাইমা তাসনিন এমনটিই বলেছিলেন।

যশোর জেলা পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) তার স্ত্রী মাফরুহা বেগম ও মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬) কে গত শুক্রবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

myshar mother

গতকাল রাতে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে অবরোধকারিদের পেট্রোল বোমার নিক্ষেপে স্বামী ও মেয়ে দুজনকেই হারিয়েছেন মাফরুহা বেগম । কপালে সামান্য আঘাত নিয়ে তিনি প্রাণে বেচেঁ গেলেও দুঃখের সাগরে ডুবে গেছেন এই মহিলা।

মাফরুহা বেগম  জানান, মাইশা আমার সাথেই বাসে বসেছিল । আমার ভ্যানিটি ব্যাগে ছিল আমার সাথে তোলা মাইশার শতাধিক ছবি আর মাইশার ভ্যানিটি ব্যাগে ছিল তার সাথে তোলা আমার ও তার বাবার ছবি। সে ছবিগুলো বারবার দেখছিল। সে বাড়িতে যাওয়ার জন্য উদগ্রীব হয়েছিল।

mysha

দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল মা মাফরুহার । বার বার মূর্ছা যাচ্ছিলেন তিনি। তিনি আরো জানান, যখন পেট্রোল বোমাটি বাসে ছোড়া হয় । আমি ও মাইশা দুদিকে ছিটকে পড়ি। আমি মাথায় আঘাত পাই । শুধু আমার কানে ভেসেঁ আসছিল- মা আমাকে বাচাঁও। আর কিছু খেয়াল করতে পারছি না। আমার স্বামীও চিৎকার করেছিল।

তিনি বলেন, আমি এভাবে বাচঁতে চাইনি। ওরা আমার স্বামী ও মেয়েকে কেড়েঁ নিয়েছে।

মাফরুহা তার মেয়ের সাথে তোলা ছবিগুলো দেখে দেখে কেদেঁ বলেন, মাইশার ব্যাগে ছিল স্বামী ও মেয়ের সাথে তোলা ছবিগুলো। সে ছবিগুলো পুড়ে গেছে। সর্বনাশা আগুন শেষ স্মৃতিগুলোও কেড়ে নিল।

মাফরুহার মাইশা ছাড়াও আর একটি ছেলে রয়েছে। জীবনে চলার পথে ওই ছেলেটিই এখন তার একমাত্র সম্বল।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬)। সে দশম শ্রেণির ছাত্রী ছিলেন । ঢাকার কাপ্তানবাজার এলাকার ওয়াসিম ও নরসিংদি জেলার পলাশ উপজেলার পলাশ গ্রামের মাহমুদুল হোসেন শান্ত (১৬) ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি