শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্তন ক্যানসারের ঝুঁকি কমে কায়িক পরিশ্রমে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

breast-cancer1

লাইফস্টাইল ডেস্ক

প্রযুক্তির বিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় সৌখিন অনেক নারী নিজেদের গুটিয়ে রাখেন কায়িক পরিশ্রম থেকে। বর্তমানে এমন অসংখ্য নারী স্তন ক্যানসারের ঝুঁকিতে ভুগছেন বলে তথ্য মিলেছে বৃটেনের ক্যানসার গবেষণার সহযোগিতায় পরিচালিত এ সমীক্ষায়। যারা গৃহস্থালির কাজকর্ম, নিয়মিত হাঁটাচলা করা বা বাগানের কাজে নিজেদের ব্যস্ত রাখতে পারেননি তারা এধরণের ঝুঁকিতে বেশি আছেন। স্তন ক্যানসার নিয়ে পরিচালিত সবচেয়ে বড় গবেষণার পর ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন অব ক্যানসার (ইপিআইসি) তাদের রিপোর্টে এমনটাই দাবি করেছে।

বৃটেনের ক্যানসার গবেষণার সহযোগিতায় পরিচালিত এ সমীক্ষায় দেখা গেছে, যেসব নারী অন্য সাধারণের থেকে বেশি কায়িক পরিশ্রম করেন তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৩ ভাগ কমে যায়। ওই সমীক্ষায় স্তন ক্যানসারে আক্রান্ত আট হাজার নারীর খাদ্যাভ্যাস, জীবনাচরণ এবং তাদের রোগব্যাধির ইতিহাস নিয়ে বিশ্লেষণ করা হয়। গবেষকরা দেখেছেন, পরিশ্রম বিমুখ নারীদের চেয়ে পরিশ্রমী নারীর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৩ ভাগ কম। আর যেসব নারী মোটামুটি পরিশ্রমের কাজ করেছেন তাদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আট ভাগ কমে গেছে।

এ সমীক্ষায় আরও বলা হয়েছে, নিয়মিত শারীরিক পরিশ্রম প্রতি বছর বৃটেনের ৩ হাজার নারীকে ক্যানসারের হাত থেকে রক্ষা করতে সাহায্য করছে। তাই বৃটিশ সরকারের পক্ষ থেকে নারীদের প্রতি পরামর্শ, সুস্থ থাকতে প্রতিটি নারীকে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট করে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা উচিৎ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি