শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্টারনেট ডে ২০১৫ উদযাপন গ্রামীণফোনের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৫

image_117273_0

নিজস্ব প্রতিবেদক

`সবাই মিলে আরো কার্যকর ইন্টারনেট তৈরি’ স্লোগানে `সেফার ইন্টারনেট ডে ২০১৫’ উদযাপন করেছে গ্রামীণফোন। এ উপলক্ষে মঙ্গলাবার অভিভাবক আর শিক্ষকদের নিয়ে শিশু কিশোরদের জন্য সুরক্ষিত ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোন আয়োজন করে একটি বিশেষ কর্মশালার।
ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই কর্মশালাটি পরিচালনা করে গ্রামীণফোনের কর্পোরেট রেসপনসিবিলিটি টিম। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় একশ’র বেশি দেশে সেফার ইন্টারনেট ডে উদযাপন করা হয়। ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপ জুড়ে ৩১টি জাতীয় সেফার ইন্টারনেট সেন্টার এর সহযোগিতায় এর সমন্বয়কারী হিসেবে যুগ্মভাবে দায়িত্ব পালন করে ইনসেফ ও ইনহোপ নেটওয়ার্ক।

মোবাইল এবং অনলাইন যোগাযোগ শিশুদের ও তরুণদের জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করে দেয়। তবে এর ফলে তারা ক্ষতিকারক কনটেন্ট, হয়রানি কিংবা সমপর্যায়ের কনো ক্ষতির সম্মুখীন হতে পারে।
এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে ভূমিকা প্রতিষ্ঠানটির সর্বোত্তম সেবা প্রদানে কার্যকরি অবদান রাখবে। গ্রামীণফোনের সেফার ইন্টারনেট উদ্যোগের লক্ষ্য হচ্ছে ইন্টারনেট যেন শুধু ইতিবাচক সুযোগই সৃষ্টি করে, হয়রানি নয়।

সামাজিক স্বাবলম্বন এবং সুরক্ষিত ডিজিটাল যোগাযোগের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে গ্রামীণফোনের লক্ষ্যমাত্রার সাথে এই উদ্যোগটি সমন্বিত। এভাবে, সুরক্ষিত ও দায়িত্বশীল ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণফোন তাদের “সবার জন্য ইন্টারনেট” প্রদানের লক্ষ্য অর্জনে এগিয়ে চলেছে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি