মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৫

comilla yaba-12.2.15-2

রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লার সদর উপজেলার ভারত সীমান্তবর্তী বৌয়ারাবাজার বিওপির উত্তর সূর্যনগর এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ১০ বিজিবি সদস্যরা (বর্ডার গার্ড অব বাংলাদেশ)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩ কোটি টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ভোররাত ২ টার দিকে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদকদ্রব্যগুলো আটক করে। দুপুর ২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিজিবি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন জানান, গভীর রাতে উত্তর সূর্যনগর এলাকায় দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে আ ছে, এমন খবর পাওয়ার পর বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়াও অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা একাধিক অভিযান পরিচালনা করে ৮৩ বোতল ভারতীয় হুইস্কি, ৯ বোতল ফেন্সিডিল, ২২ বোতল কোরেক্স সিরাপ, ১২ বোতল স্কাপ সিরাপ, ৩৯ টি হরলিক্স, ৩৯ প্যাকেট কমপ্ল্যান, ১৮ টি ল্যাকটোজেন দুধ, ১০৫০ টি চকলেট, ১টি মোটর সাইকেল, ১০৮৩ টি ভারতীয় ষ্টীল সামগ্রী এবং বাংলাদেশী ২০ টি বেডশীট মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪৫ হাজার ৬ শত টাকা।

আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি