মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বুড়িচং-মিরপুর সড়কে সন্ধ্যায় সিএনজি ভাড়া দ্বিগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০১৫

dec2010-007
মোঃ সাইফুল ইসলাম বাবুল,বুড়িচংঃ
কুমিল্লা-বুড়িচং-ব্রাক্ষণপাড়া-মিরপুর এমএ গনি সড়কে সন্ধ্যার পূর্বেই সিএনজি ভাড়া আড়াই গুন বৃদ্ধি করে ফেলে সিএনজি মালিক ও চালক সমিতির লোকজন। এসময় ভাড়া বেশি দিয়ে যাত্রীদের চলাচল করতে এক প্রকার বাধ্য করে সিএনজির চালকেরা। সন্ধ্যার পর বিকল্প যানবাহন না থাকায় যাত্রীদের দিতে হয় আড়াইগুন ভাড়া।
সরেজমিন ঘুরে দেখা যায় যে, কুমিল্লা-বুড়িচং-ব্রাক্ষণপাড়া-মিরপুর এমএ গনি সড়কে বিকাল ৪টার পর থেকে সিএনজি ভাড়া বাড়িয়ে ফেলে চালকরা। কুমিল্লা থেকে বুড়িচং ভাড়া ২০ টাকাস্থলে ৩০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে ৫০ টাকা বৃদ্ধি করে ফেলে সিএনজি চালকেরা। কুমিল্লা থেকে ব্রাক্ষণপাড়া ভাড়া ৩০ টাকাস্থলে ৫০ টাকা থেকে শুরু করে ধাপে ধাপে ১শ’ত টাকাও বৃদ্ধি করে ফেলে সিএনজির চালকেরা। সিএনজির চালকদের কাছে জিম্মি হয়ে আছে সাধারন যাত্রীরা। বেলা বাড়ার সাথে সাথে সিএনজি ভাড়াও বাড়তে থাকে। কুমিল্লা থেকে বুড়িচংয়ের দুরুর্ত্ব হলো মাত্র ১২ কিলোমিটার। আর এই স্থানের মধ্যে সিএনজির চালকদের সিন্ডিকের ভাড়া বৃদ্ধি করে থাকে। চালকরা সন্ধ্যার পর থেকে ভাড়া বেশি দিতে চাপ প্রয়োগ করেন যাত্রীদের উপর। সিএনজি ব্যাতিত অন্য কোন পরিবহন না থাকায় যাত্রীরা বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছে। প্রশাসনের নজর দার না থাকায় সিএনজির চালকেরা যাত্রীদের উপর বেশি ভাড়া আদায় করছে।
এবিষয়ে গতকাল সন্ধ্যায় কুমিল্লা থেকে বুড়িচংয়ে সিএনজি যোগে আসার জন্য রফিক নামে এক যাত্রী জানান, সিএনজি ভাড়া ৩০ টাকা করে তাকে আসতে বাধ্য করেছে চালক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি