শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী


ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৫

The-Daily-Star-Bangaldesh

ডেস্ক রিপোর্টঃ

বাংলামোটরের এক কোনায় সাটানো একটি পোস্টার ‘বিশাল করে’ ছাপিয়ে হিজবুত তাহরীরকে মদদ দেয়ার জন্য ইংরেজী দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে বলেন, সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরীরের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ সংগঠনের একটি পোস্টার বাংলামোটরের এক কোনায় সাটানো হয়েছিল। সেই পোস্টার বিশাল করে ছেপেছে ইংরেজী দৈনিক ডেইলি স্টার। নেগেটিভভাবেই হোক বা পজিটিভভাবেই হোক, নিষিদ্ধ সংগঠনের পোস্টার বিশাল করে পত্রিকায় ছাপানোর মানে কী? এ থেকে মনে হচ্ছে তারা হিজবুত তাহরীরকে ম“ দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কোনটা ছাপা হওয়া উচিত আর কোনটা ছাপা হওয়া উচিত নয় তা ভাবা উচিত। আমি স্পষ্টতই জানাতে চাই, হিজবুত তাহরীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়ছে বা হবে। আর যারা তাদের পোস্টার পত্রিকায় ছাপিয়ে ম“ দিচেছ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে আইএস জঙ্গীদের যোগসূত্র রয়েছে।

তিনি বলেন, যারা দেশ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইতিমধ্যে একজন মহিলা পুলিশ ২জনকে পেট্রোল বোমাসহ ধরেছে। একজন রিক্সাওয়ালা তার রিক্সা পুড়িয়ে দেয়ার পরও বোমাবাজকে ধরেছে। একজন আনসার রেলের নাশকতা রুখে দিয়েছে। এভাবে প্রতিটি এলাকায় যদি প্রতিরোধ গড়ে তোলা হয় তাহলে বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করা হবে। ডা. রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, এ পর্যন্ত ঢাকা শহরেই ২০১ জনকে হাতেনাতে ধরা হয়েছে। সারা বাংলাদেশেও ধরা পড়ছে। আশা করি এভাবে সবাই এগিয়ে এলে সন্ত্রাস প্রতিরোধ সম্ভব হবে।

তিনি বলেন, পেট্রোল বোমা সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি