শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » মিডিয়া » আলোচিত সাগর-রুনী, গোপীবাগের সিক্স মার্ডার ও ফারুকী হত্যাকান্ডের কূল-কিনারা নেই


আলোচিত সাগর-রুনী, গোপীবাগের সিক্স মার্ডার ও ফারুকী হত্যাকান্ডের কূল-কিনারা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

Sagor-runi-460-400x240

ডেস্ক রিপোর্টঃ

গত তিন বছর আগে একটি, এক বছর আগে আরেকটি, ছয় মাস আগে আরও একটি হত্যাকান্ড ঘটে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি, গোপীবাগের কথিত পীরসহ ছয় খুন এবং রাজাবাজারে টিভি উপস্থাপক শাইখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ড। দেশ-বিদেশে বহুল আলোচিত লোমহর্ষক তিনটি হত্যাকান্ড এগুলো। কিন্তু কোনো কূল-কিনারা করে উঠতে পারেনি তদন্ত-সংশ্লি­ষ্টরা।

ফারুকী হত্যাকান্ড :

প্রায় ৬ মাস পেরিয়ে গেছে। কিন্তু কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি বহুল আলোচিত শাইখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডর। ঘটনার পরপর বেশ তোড়জোড় চললেও এখন ঝিমিয়ে পড়েছে তদন্ত। বলা হচ্ছে, ধর্মীয় মতাদর্শগত বিরোধের জেরেই খুন হয়েছেন তিনি। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ তাদের কাছে নেই। গত বছরের ২৭ আগস্ট রাত পৌনে ৮টায় দুর্বৃত্তরা ফারুকীর পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই রাতেই ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তভার ডিবিতে ন্যস্ত করা হয়।

ফারুকী হত্যার তদন্ত প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জুলহাস উদ্দিন আকনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এ হত্যার কোনো ক্লু আমরা খুঁজে পাইনি। ঘটনার পর যাদেরকে আটক করা হয়েছিল, তাদের সাথেও এ হত্যাকান্ডের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।’ এই হত্যাকা-কে ‘ক্লুলেস মার্ডার’ বলে মন্তব্য করেন তিনি।

গোপীবাগের সিক্স মার্ডার : ১৪ মাসেও ক্লু পাওয়া যায়নি গোপীবাগের ছয় খুনের ঘটনার। ২০১৩ সালের ২১ ডিসেম্বর ওয়ারী থানাধীন ৬৪/৬ আরকে মিশন রোডের দ্বিতীয় তলার ভাড়া বাসায় কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, পীরের খাদেম মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ মো. শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ প্রসঙ্গে ডিবির (পূর্ব) উপ-কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘এখন পর্যন্ত এই হত্যাকান্ডের কোনো ক্লু আমরা পাইনি। তবে এ দুটি (ফারুকী ও কথিত পীর লুৎফর রহমান ফারুক) হত্যাকান্ডের ধরন প্রায় একই রকম। ধর্মীয় উগ্রপন্থী দলগুলোর কোনো একটি এই দুটি হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং সম্ভবত তা নিষিদ্ধ সংগঠন জেএমবি।’ গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপীবাগের সিক্স মার্ডার এবং ফারুকী হত্যাকান্ডের ধরনের মধ্যে যথেষ্ট মিল আছে। যা থেকে ধারণা করা হয়, উগ্র চরমপন্থী কোনো গ্রুপ এসব হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

সাগর-রুনী : সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তিন বছরেরও বেশি সময় পেরিয়েছে। কিন্তু এখনো জানা যায়নি এই সাংবাদিক দম্পতির হত্যাকারী কে? যদিও এরই মধ্যে অন্তত ১১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের গবেষণাগারে পাঠিয়ে সন্দেহভাজন খুনির ডিএনএ রিপোর্ট নেয়া হয়েছে। সেই ডিএনএ নমুনার সঙ্গে মেলানোর জন্য অন্তত ২১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ পুনরায় পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু এতো কিছুর পরও খুনি হিসেবে কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি