শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অবরোধের ৪৬ দিনে আবাসন খাতে ক্ষতি ১৬৫৬ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

p9

ডেস্ক রিপোর্টঃ

লাগাতার অবরোধ-হরতালের ৪৬ দিনে আবাসন খাতে ১ হাজার ৬৫৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এজন্য ঋণগ্রহণকারী ডেভেলপার কোম্পানির সুদ মওকুফসহ ব্যাংক ঋণ দুই বছরের জন্য পুনতফসিল করা, স্বল্প আয়ের ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য সিঙ্গেল ডিজিট সুদে পুনঅর্থায়ন প্রচলন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারের হোটেল সুন্দরবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন।

লিখিত বক্তব্যে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, রিয়েল এস্টেটের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প খাতে প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হুমকির মুখে। রাজনৈতিক সহিংসতা বিদ্যমান থাকলে আবাসন খাতের ব্যবসায়ীসহ প্রায় দুইশটির অধিক লিঙ্কেজ শিল্প ব্যবসায়ী ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বেন।

এ পরিস্থিতিতে দেশের বিদ্যমান রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করতে পারি না। তাই রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশে চলমান সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনা করার আহবান জানাচ্ছি।

সংবাদ সšে§লনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের মহাসচিব মোস্তফা কামাল মহিউদ্দিন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. আলমগীর কবির, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী আবদুর রহমান প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি