শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনৈতিক অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগ প্রস্তাব এক-তৃতীয়াংশে নেমেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৫

 

full_1402427871_1389521782

স্টাফ রিপোর্টারঃ

সহিংস হরতাল অবরোধে পিছুটান দিচ্ছে বিদেশি বিনিয়োগকারিরা। অশ্চিয়তার কারণে জানুয়ারি মাসে শতভাগ বিদেশি বিনিয়োগ প্রস্তাব এক-তৃতীয়াংশে নেমে এসেছে। বিনিয়োগ বোর্ডের জানুয়ারি মাসের বিনিয়োগ প্রস্তাব সম্পর্কিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিনিয়োগ বোর্ডের এ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী জানুযারি মাসে মাত্র ৯টি বিদেশি বিনিয়াগ প্রস্তাব এসেছে। ৯টি প্রস্তাবের বিনিয়োগ করার কথা ৩,২১৭ মিলিয়ন টাকা। যা আগের যে কোন সময়ের চেয়ে কম। তথ্যে দেখা যায়, ২০১৪ সালের জানুয়ারি মাসে নির্বাচনি সহিংসতার মধ্যেও ১৬টি প্রকল্পের বিপরীতে বিনিযোগ প্রস্তাব হয়েছিল ৮,১৬১ মিলিয়ন টাকা। যা দ্বিগুনে চেয়েও বেশি। ২০১৩ সালের জানুয়ারি মাসে ২২টি প্রকল্পের বিপরীতে বিনিয়্গো প্রস্তাব ছিল ১১,৩৭৯ মিলিয়ন টাকা। চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় প্রায় তিনগুন। ২০১২ সালের জানুয়ারি মাসে ২১টি প্রকল্পের বিপরীতে বিনিয়্গো প্রস্তাব ছিল ৬,২৫৯ মিলিয়ন টাকা। ২০১৪ সালের ডিসেম্বর মাসেও ১৫টি প্রকল্পের বিপরীতে বিনিয়োগ প্রস্তাব ছিল ৩৩,৪৮৭ মিলিয়ন টাকা। যা চলতি বছরের জানুয়ারি মাসের তুলনায় ১১ গুনের চেয়েও বেশি। ৪ জানুয়ারি থেকে অবরোধ ও পরে রাজনৈতিক সহিংসতা শুরু হলে শতভাগ বিদেশি বিনিয়োগ প্রস্তাবে ধস নামে। ডিসেম্বরে ৩৩ হাজার মিলিয়ন টাকা থেকে নেমে আসে মাত্র ৩ হাজার মিলিয়ন টাকাতে।

মূলত. দেশে রাজনৈতিক সহিংসতা শুরু হলে বিদেশি বিনিয়োগ প্রস্তাব কমেছে বলে মনে করেন দেশের উদ্যোক্তারা। পাশাপাশি স্থানীয় বিনিয়োগও বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম একটি কারণ। রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকার কারণে বিদেশে বাংলাদেশ সম্পর্কে খারাপ বার্তা গেছে। এ কারণে বিদেশিরা বিনিয়োগ নিয়ে দেশে আসতে সাহস পায়নি। এর প্রভাব পড়েছে শতভাগ বিদেশি বিনিয়োগে। এমনটাই মনে করেন রপ্তাকিারক সমিতির সভাপতি সালাম মুর্শেদী। ফোনে তিনি এই প্রতিবেদককে বলেন, দেশের রাজনৈতিক সহিংসতার কারণে দেশের বিনিয়োগকারিরা উৎকণ্ঠায় আছে। বিদেশিরা বিনিয়োগ নিবন্ধনের আগে এ সব বিষয় বিবেচনায় নেয়। এর প্রভাব পড়েছে জানুয়ারি মাসের বিনিয়োগ প্রস্তাবে।

তিনি বলেন, শিল্প কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানির সমস্যা আছে। তারপর রাজনৈতিক সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের দূরে ঠেলে দিচ্ছ্।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি