শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোমিং সেবায় পরিবর্তন আনলো রবি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

Robi1

ডেস্ক রিপোর্টঃ

রোমিং সেবা আরো সহজ ও সুবিধাজনক করার ঘোষণা দিয়েছে মোবাইলফোন অপারেটর রবি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অপারেটরটি জানিয়েছে, এখন থেকে ১০০টি দেশে সহজে ও সাশ্রয়ী মূল্যে রোমিং সুবিধা ব্যবহার করতে পারবে রবির গ্রাহকরা।

রোমিং সেবার মাধ্যমে গ্রাহক একই নম্বরে দেশ ও দেশের বাইরে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান।

রবির চিফ অপারেটিং অফিসার মাহতাবউদ্দিন আহমেদ বলেন,  দেশের বিপুল সংখ্যক মানুষ ব্যবসা, ভ্রমণ ও চিকিৎসার জন্য প্রতিদিন দেশের বাইরে যাচ্ছেন। দেশের সাথে তাদের যোগাযোগ নিরবিচ্ছিন্ন  রাখতেই রবির রোমিং সুবিধা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবির গ্রাহকদের নির্ধারিত দেশগুলোতে অপারেটর বাছাই করতে হবে না। কারণ তারা এক রেটেই বিভিন্ন অপারেটরে রোমিং সুবিধা পাবেন।

এ সময় আরো জানানো হয়, ভয়েস রোমিংয়ের পাশাপাশি ৭২টি দেশে ডাটা রোমিং প্যাক প্রদান করছে রবি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি