মোবারক হোসেন ভুইয়া, জেদ্দা
সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখা পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখা পালন করে নানা কর্মসূচী।এ সময় নানা শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
সকালে কনস্যুলেটে জাতিয় পতাকা অর্ধনমিত করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করিম।
সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-এই অমর একুশে গানের রচিয়তা আবদুল গাফফার চৌধুরী উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করে।