শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রবির রাজস্ব বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৫

image_119062_0

নিজস্ব প্রতিবেদক

২০১৪ সালে মোবাইল ফোন অপারেটর রবির রাজস্ব বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। বিদায়ী বছরে ইন্টারনেট থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ ১২০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এমনটা সম্ভব হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে।

বুধবার গুলশানে করপোরেট অফিসে ২০১৪ সালের চতুর্থ প্রান্তিক ও একই বছরের ব্যবসায়িক বিবরণ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

সব দিক থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন সন্তোষজনক উল্লেখ করে সুপুন বীরাসিংহে বলেন, “দেশজুড়ে ৩.৫জি সেবা ছড়িয়ে দেয়ায় বছরের শুরু থেকেই ইন্টারনেট থেকে আমরা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করেছি। সারা দেশে ৩.৫জি নেটওয়ার্কের বিস্তৃতি ও ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ করে চলেছে রবি। তবে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের জন্য একটি উদ্বেগের বিষয় যা ২০১৫ সালের ব্যবসায়িক সাফল্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’’

চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “দেশজুড়ে রবি সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক ইন্টারনেট সেবা প্রদান করছে, যার ফলে ইন্টারনেট ব্যবহার সহজ ও ব্যয়সাশ্রয়ী হয়ে উঠেছে। ভয়েস সেবার ক্ষেত্রে রবি ফ্ল্যাট রেট টকটাইম অফার এবং টার্গেট বোনাস অফার ও বান্ডল প্রডাক্টসহ আকর্ষণীয় রিচার্জ ক্যাম্পেইন চালু করেছে।”

৩.৫জি নেটওয়ার্কের বিস্তৃতি সম্পর্কে সিওও বলেন, “২ হাজার ৪০০টির বেশি নেটওয়ার্কের সাইটের মাধ্যমে রবি ২০১৪ সালের নভেম্বরে দেশের ৬৪টি জেলাকেই ৩.৫জি সেবার আওতায় এনেছে।”

এ সময় জানানো হয়, নেটওয়ার্কে  প্রয়োজনীয় বিনিয়োগের কারণে ৩.৫জি ও ২.৫জি সেবার মান বৃদ্ধি পাওয়ায় রবির বার্ষিক ইন্টারনেট ব্যবহার ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিদায়ী ২০১৪ সালে রাজস্ব বৃদ্ধির সাথে বেড়েছে মার্কেট শেয়ারও। গত এক বছরে ২৯ লাখ গ্রাহক যুক্ত হওয়ায় রবির মোট গ্রাহক এখন ২ কোটি ৫৩ লাখ, যা মোট মোবাইলফোন সেবার মার্কেট শেয়ারের ২১ শতাংশ। ফলে মোবাইল ফোন শিল্পের বাজার বৃদ্ধির তুলনায় রবি তার রাজস্ব বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখে রাজস্বের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর হওয়ার মর্যাদা অটুট রেখেছে।

একই সময়ে সুদ, কর, অবচয় ও অ্যামোর্টাইজেশন বাদে আয় (ইবিআইটিডিএ) ১৮ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ইবিআইটিডিএ মার্জিন ৩০০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩৮ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধি ও ব্যয়ের ক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করে ইবিআইটিডিএ মার্জিনের অগ্রগতি সম্ভব হয়েছে। কর-পরবর্তী মুনাফা (পিএটি) বৃদ্ধি পেয়েছে ২০.৪ শতাংশ ।

২০১৪ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণ:
গ্রাহককেন্দ্রিক সেবা প্রদান ও সুষ্ঠু প্রচারের ফলে গ্রাহক সংখ্যা ২ কোটি ৫০ লাখ থেকে বৃদ্ধি পেয়ে ২ কোটি ৫৩ লাখে পৌঁছেছে, অর্থাৎ গ্রাহক বৃদ্ধির হার ১ দশমিক ৩ শতাংশ।

মূলত ইন্টারনেট ও পোস্ট পেইড ভয়েস থেকে রাজস্ব বৃদ্ধি পাওয়ায় তৃতীয় প্রান্তিক থেকে চতুর্থ প্রান্তিকে রাজস্ব ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা টাকার অঙ্কে ১ হাজার ৩৩০ কোটি।

৩.৫জি সেবা প্রদান করতে নেটওয়ার্ক পরিচালনার ব্যয় বৃদ্ধি পাওয়ায় তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে ইবিআইটিডিএ ৭ শতাংশ বা ৪৫০ কোটি টাকা কমেছে। ইবিআইটিডিএ কমায় ও নেটওয়ার্ক বিস্তৃতিতে প্রচুর অবচয় হওয়ায় তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে পিএটি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে যা টাকার অঙ্কে ৯০ কোটি।

মোবাইল নেটওয়ার্ক অবকাঠামোয় বিনিয়োগ:
ভয়েস ও ইন্টারনেট সেবার মান বৃদ্ধির জন্য ৩.৫জি নেটওয়ার্কের বিস্তৃতি ও ২.৫জি নেটওয়ার্কের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে রবি। ২ হাজার ৪০০টি ৩.৫জি নেটওয়ার্ক  সাইটের মাধ্যমে দেশে সর্বোত্তম ইন্টারনেট সেবা প্রদান করছে রবি। ২০১৪ সালে মূলধনী ব্যয়ের মাধ্যমে এ খাতে মোট বিনিয়োগ করা হয়েছে ২ হাজার ১০০ কোটি টাকা। দেশের ৬৪টি জেলাতেই এখন রবির ৩.৫জি নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে।

স্টেকহোল্ডারদের পরিশোধিত অর্থের বিবরণ:
২০১৪ সালে রবি সরকারী কোষাগারে ২ হাজার ১৭০ কোটি টাকার বেশি জমা দিয়েছে যা কোম্পানির রাজস্বের ৪৩ দশমিক ৮ শতাংশ এবং সেবা খাত থেকে প্রাপ্ত জিডিপির ০ দশমিক ৪ শতাংশ। ১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে রবি এ পর্যন্ত ১৪ হাজার ২০০ কোটি টাকার বেশি সরকারী কোষাগারে জমা দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি