সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার মেঘনায় আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৫

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ২২ জন গুলিবিদ্ধ এবং ১০ জন আহত হয়।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পার্শ্ববর্তী বৈদ্যের বাজার, সোনারগাঁসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার উপজেলার টিটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার জমা দেয়ার শেষ দিন ছিল। সে অনুযায়ী তারা টেন্ডার জমা দিতে গেলে উপজেলার চালিভাঙা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর এর সমর্থক এবং উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আল বাকীসহ তার দলীয় লোকজন উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলাকায় জড়ো হয়। এসময় কাজ পাওয়া না পাওয়া নিয়ে উভয় গ্রুপের লোকজনের সাথে হাতাহাতি ও পরে তুমুল হট্টগোল ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ওই ঘটনা মীমাংসার উদ্দেশে বুধবার উপজেলা সদরে উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়। আগের দিনের ঘটনার জের ধরেই চেয়ারম্যান হুমায়ূন কবীর এবং যুবলীগ নেতা শামীম আল বাকীর সমর্থকদের কথা কাটাকাটি, হাতাহাতি লেগে যায়। পরিস্থিতি চরমে পৌছে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, চল, বল্লম, রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্ট গানের গুলি ছুঁড়ে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ২২ জন গুলিবিদ্ধ হয়।

এ সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান ও আ’লীগ নেতা হুমায়ুন কবীর এবং যুবলীগ নেতা শামীম আল বাকী একে আপরকে দোষারূপ করছেন।

চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, তার সমর্থক মঙ্গলবার সিডিউল জমা দিতে গেলে শামীম গ্রুপের লোকজন বাধা দেয়। এর বল্লম নিয়ে আমাদের লোকজনের উপর আক্রমণ করে। এতে আমার ১০ কর্মী সমর্থক আহত হয়।

উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আল বাকী বলেন, গতকালের ঘটনায় বুধবার তিনটায় বসার কথা ছিল। অথচ সকাল থেকেই চেয়ারম্যানের লোকজন চল, বল্লম দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা গেটে অবস্থান নেয়। এ অবস্থায় ১৫/১৬শ’ লোক জড়ো হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে খবর পেয়ে পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে ছত্র ভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের অন্তত ২২ জন আহত হয়।

উপজেলা প্রকৌশলী আবু আল মামুন বলেন, মঙ্গলবার একটি প্রাথমিক বিদ্যালয়ের টেন্ডার জমা দিন ছিল। একে কেন্ত্র করেই উভয় গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহসীন জানান, টেন্ডার নিয়ে ঝামেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি