বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেন্ডার বাক্স ভাঙচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৫

image_119774_0
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেন্ডার বাক্স ভাঙচুর করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বই কেনার টেন্ডার না পাওয়ায় বহিরাগতরা এ ঘটনা ঘটায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডার প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন দু’টি জাতীয় পত্রিকার মাধ্যমে ১২ লাখ ৩৭০ টাকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ১১শ’ ৪৭টি বই ক্রয় করার জন্য দরপত্র আহ্বান করে। ২৪ ফেব্রুয়ারি দরপত্র ক্রয় এবং ২৫ ফেব্রুয়ারি দরপত্র জমাদানের শেষ দিন নির্ধারিত ছিল। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে ৪ মার্চ দরপত্র জমাদান ও উন্মুক্ত করার তারিখ নির্ধারণ করে। দরপত্র ক্রয়ের সময় বৃদ্ধি না করায় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ সময়ের মধ্যে ট্রিম এ্যাডুকেশন, পরমা পাবলিশার্স, ফ্রেন্ডস বুক এবং প্যারাগন পাবলিশার্স নামে ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে এবং ট্রিম এ্যাডুকেশন এবং প্যারাগন পাবলিশার্স নামক দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বুধবার জমাদানের শেষ দিনে বই ক্রয়ের কাজ না পেয়ে কুবি ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাছুমের নেতৃত্বে বহিরাগত মীর হোসেন, লেংড়া মনু, খোকন, জাকির হোসেন ও আব্দুর রাজ্জাক টেন্ডার বক্স ভাঙচুর করে এবং জমাকৃত দু’টি দরপত্র ছিনিয়ে নেয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন্ডার প্রক্রিয়া বাতিল ঘোষণা করে।

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ আইনুল হক বলেন, কারা কেন টেন্ডার বক্স ভাঙচুর করেছে তা আমরা জানি না। তবে খুব শিগগিরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে অবগত নন বলে জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি