রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুসিকের সচিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও চেক জালিয়াতিসহ দুর্নীতির একাধিক অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৫

70233013

জাকারিয়া মানিক ॥
কুমিল্লা সিটি কর্পোরেশনে সচিব সামছুল আলম। পদমর্যাদায় একজন সিনিয়র সচিব। তার পরিচিতি নং ১৫৪৪৭। কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব হিসেবে তিনি যোগদানের আগে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দায়িত্ব পালনকালে ২০১১ সালে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর ওই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানকালেও তিনি দুর্নীতিতে জড়িয়ে বিতর্কিত হয়ে পড়েন। স্থানীয় জামায়াতের এক প্রার্থীকে বিজয়ী করতে প্রকাশ্য ভূমিকা রাখেন সরকারি এ কর্মকর্তা। ওই সময় বিষয়টি ব্যাপক আলোচনায় আসে এবং এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে তাকে বরিশাল বিভাগে বদলী করে। কিন্তু কুমিল্লা বলে কথা! শত অভিযোগ সত্ত্বেও তিনি ঘুরে-ফিরে কুমিল্লাকেই তার কর্মস্থল হিসেবে পছন্দের তালিকায় শীর্ষে রাখেন। এর পর বিতর্ক আর তার পিছু ছাড়েনি।
গত প্রায় ৪ বছর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব হিসেবে যোগদান করেন সামছুল আলম। আর যোগদানের প্রায় ৩ বছরের মধ্যে নগরীর অন্যতম আবাসিক এলাকা রেইসকোর্সে স্ত্রী ও নিজের নামে ক্রয় করতে সমর্থ হয়েছেন প্রায় ২ কোটিরও অধিক টাকা মূল্যের বাড়ি। তবে, এ বাড়ি ক্রয় নিয়ে কোন বিপত্তিতে পড়বেন বলে তিনি হয়তো ভাবেন নি। কারণ, তার মতো অনেক কর্মকর্তাই কুমিল্লায় দায়িত্ব পালন করতে এসে নানা কায়দায় কুমিল্লা থেকে দুই হাতে টাকা হাতিয়ে নিয়ে আবার কুমিল্লায়ই বাড়ি-গাড়ি করে স্বপরিবারেই শান্তি-সুখে বসবাস করে আসছেন। এমটি তার মতো অনেকেই জেনে আসলেও বাদসেধেছে এ কর্মকর্তার বিরুদ্ধে জোড়ালো অভিযোগ। জনৈক সামসুদ্দোহা নামের কুমিল্লা সিটি কর্পোরেশনের এক অধিবাসী ২০১৪ সালের ৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে দুর্নীতিবাজ সচিব সামছুল আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও চেক জালিয়াতির ঘটনায় অভিযোগ করায় এখন তার টনক নড়ছে। আর এ দুর্নীতির বিরুদ্ধে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ জন প্রভাবশালী কাউন্সিলর প্রকাশ্য অবস্থান নেয়ায় অভিযোগটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকল মহলেই বেশ গুরুত্ব পেয়েছে। কোন অদৃশ্য শক্তির প্রভাবে সাম্প্রতিক সময়ে একের পর এক অনিয়ম ও দুর্নীতির জন্ম দিয়ে ব্যাপক আলোচনায়ও এসেছেন এর সরকারি কর্মকতা। এ ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ জন কাউন্সিলর স্বাক্ষরিত দুর্নীতির আরেকটি পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এ অভিযোগের বিষয়েও আলাদা করে তদন্ত শুরু হয়েছে। এক অনুসন্ধানে দুর্নীতির এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সচিব সামছুল আলমের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, সামসুদ্দোহা নামের কুমিল্লা সিটি কর্পোরেশনের এক অধিবাসী ২০১৪ সালের ৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবরে সচিব সামছুল আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও চেক জালিয়াতির অভিযোগে আলোচিত এ দুর্নীতির অভিযোগটি দায়ের করেন। ওই অভিযোগ আবেদনপত্রে অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ জন কাউন্সিলর লিখিত সুপারিশ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে দুদকের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ গত ২৩ জানুয়ারি স্বাক্ষরকৃত এক পত্রে সচিব সামছুল আলমকে স্বপক্ষে বক্তব্য দেয়ার জন্য ৩ মার্চ দুদকের কুমিল্লাস্থ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। স্বপক্ষে কোন প্রকার তথ্যপ্রমান ছাড়াই তিনি হাজিরা দিয়েছেন দুদকের কুমিল্লাস্থ কার্যালয়ে। প্রকাশ্য ও গোপনে এখন চলছে তদন্ত কাজ।
এ বিষয়ে বক্তব্য নিতে সচিব সামছুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সচিব সামছুল আলমের বিরুদ্ধে দাখিল হওয়া অভিযোগের স্বপক্ষে অবস্থান নেয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সেলিম খান জানিয়েছেন, সচিব সামছুল আলমের বিরুদ্ধে এ ছাড়াও দুর্নীতির আরেকটি পৃথক অভিযোগ দাখিল করা হয়েছে। ওই অভিযোগে স্বাক্ষর করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ জন কাউন্সিলর। এ অভিযোগের বিষয়েও পৃথক তদন্ত শুরু হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি