সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পর্দার আড়ালে আওয়ামী-বিএনপি সমঝোতা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৫

ajkal-400x294

আজকাল, নিউইয়র্ক: বাংলাদেশে কোথায় কি ঘটলো? নানা হিসাব। কে জিতলেন, কে হারলেন? তারচেয়েও বড় প্রশ্ন খালেদা জিয়া কি পেলেন? গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সরকার পতনের জন্য লাগাতার আন্দোলন এখন কার্যত আর নেই। তিনি ঘোষণা দিয়েছিলেন, হাসিনা সরকারের পতন ও মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। কিন্তু ৯২ দিন কার্যালয়ে ‘গৃহবন্দী’ অবস্থায় থাকার পর বিরোধী নেত্রী ফিরে গেলেন নিজ বাড়িতে। এর আগে আদালতে হাজির হলে দুইটি মামলায় তার জামিনও মঞ্জুর করা হয়েছে। ঢাকার নয়াপল্টনে বিরোধীদল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের তালাও খুলে দিয়েছে সরকার। দলটির নিষ্ক্রিয় নেতারা ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। খালেদা জিয়া তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে গেলে সেখানে সঙ্গী হওয়া কোনো নেতাকেই আটক করেনি পুলিশ।

বাংলাদেশের রাজনীতির এ আপাত স্বস্তির পরিবেশের পেছনে নিয়ামক শক্তি হিসেবে কি কাজ করেছে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিভিন্ন সূত্রে খবর বেরিয়েছে, পর্দার অন্তরালে সরকার ও বিরোধীদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির সাতজন নেতার মধ্যে আলোচনা হয়েছে গোপনে। এক্ষেত্রে সহযোগিতা করেছেন ঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিকদের একটি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমঝোতায় তিনটি বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমত, বিএনপি জোটকে হরতাল-অবরোধসহ হিংসা পরিহার করতে হবে। দ্বিতীয়ত, বিরোধীদের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বেগম খালেদা জিয়ার মামলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সরকার ও বিরোধীদের এই আপাত সমঝোতায় দেশে এক ধরনের স্বস্তির পরিবেশ বিরাজ করছে। যদিও বিরোধীদের অবরোধ চলছে। যদিও অবরোধ পালনে বাধ্য করতে কয়েকদিন আগেও যেমন পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হতো, গত কয়েকদিন ধরে তা করছে না বিরোধী কর্মীরা। তবে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর নিয়ে পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন কেউ কেউ। জামায়াতের একাধিক সূত্রে জানা গেছে, এ নিয়ে রুটিনের বাইরে দলটি তেমন কোন প্রতিক্রিয়া দেখাবে না। তাছাড়া, কামারুজ্জামান নিজেও শক্তি প্রয়োগের পক্ষে ছিলেন না। কারাগার থেকে লেখা একাধিক চিঠিতে তিনি জামায়াতকে সংস্কারের পরামর্শ দিয়েছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের বাদ দিয়ে তরুণদের দিয়ে নতুন নামে দল গঠনের পরামর্শ দিয়েছিলেন কামারুজ্জামান। যদিও জামায়াত এখন পর্যন্ত সে পরামর্শ গ্রহণ করেনি।

রাজনীতি নিয়ে তৎপর এমন সূত্রের খবর, আওয়ামী লীগ-বিএনপির পর্দার আড়ালের তৎপরতায় সরকার ও বিরোধী দুই জোটেই নানা আলোচনা-সমালোচনা রয়েছে। সরকারি দলের নেতাদের অনেকে মনে করেন, সহিংসতার কারণে বিএনপি জোট দেশের মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সমঝোতা ও সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মাঠে নামার সুযোগ করে দেওয়া হলো। অন্যদিকে, বিএনপি ও ২০ দলীয় জোটেও ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। এই জোটের অনেকেই মনে করেন, তিন মাসের আন্দোলনে ২০ দলীয় জোটকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের মতো নেতা এখনো নিখোঁজ রয়েছেন। এই ব্যাপারে বিএনপি নেতৃত্ব তেমন কোনো জোরালো বক্তব্যও রাখছেন না। এমন আরও অনেক নেতাকর্মীর হদিস মিলছে না। দৃশ্যত যাদের সঠিক হিসাবও বিএনপি নেতৃত্বের কাছে নেই। ক্রসফায়ারের শিকার হয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী, পঙ্গু হয়েছেন অনেকে। অন্যদিকে, নিরাপদ দূরত্বে থাকা নিষ্ক্রিয় নেতারা এখন আবার লাইম লাইটে আসার সুযোগ পেয়েছেন। এরচেয়েও বড় ব্যাপার মধ্যবর্তী নির্বাচন প্রশ্নে বিএনপি আন্দোলন করলেও সে ব্যাপারে দৃশ্যত কোনো সুরাহা হয়নি। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোন সংলাপের আহ্বানও আসেনি। যা আসলে বিএনপি’র আন্দোলনকেই প্রশ্নের মুখে ফেলেছে।

তবে সমঝোতায় আর যাই থাকুক না কেন, খালেদা জিয়া যে জামিন পেয়েছেন তা সমঝোতারই একটি অংশ বলে অনেকে মনে করেন। কারণ, বাংলাদেশের নি¤œ আদালত সরকারের মনোভাব বুঝেই স্পর্শকাতর ক্ষেত্রে জামিনের বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত দেয়। খালেদা জিয়ার নামে আদালতের পরোয়ানা জারি হলেও তা ২৫ দিনেও বাস্তবায়ন না হওয়া সমঝোতারই ইঙ্গিত দিয়েছিল।

তাই খালেদা জিয়াও জামিন পেয়ে একেবারে নিজ ঘরে প্রবেশ করে আন্দোলন নিয়ে আর কোনো কথা বলছেন না যা সমঝোতারই আরেকটি বহি:প্রকাশ বলে মনে করছেন রাজনীতির সাথে সংশ্লিষ্টরা।

এ অবস্থায় বাংলাদেশে বিরোধীদের দিন দিন আরও দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাংকার ও রাজনীতি বিশ্লেষক মামুন রশীদ যেমনটা বলেছেন, রাষ্ট্র ও সরকার মাখামাখি হয়ে যাচ্ছে। আগে ছিল বাকশাল। বাকশাল হলো একদলীয় সরকার। আর বর্তমানে চলছে একদলীয় রাষ্ট্র। একদলীয় রাষ্ট্র অনেক বেশি ক্ষতিকর ও আগ্রাসী। এরশাদের নেতৃত্বাধীন অতি সুবিধাবাদী বিরোধী দল, বিএনপির মতো অপরিণামদর্শী দল, দুর্বল এবং সুবিধাবাদী প্রশাসনের কারণে একদলীয় রাষ্ট্রের জন্ম হয়েছে। (সম্পাদিত)



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি