রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট : ওবামা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৪.২০১৫

 

jakia..hilary-2_61767_1

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থানকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ওবামা।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের পক্ষে রবিবার প্রার্থিতা ঘোষণা দিতে পারেন হিলারি। এমন প্রেক্ষাপটে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন ওবামা।

২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ওবামার কাছে হার মানেন হিলারি। ওবামা দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ওবামা বলেন, ‘২০০৮ সালে হিলারি দুর্দান্ত এক প্রার্থী ছিলেন। পরে সাধারণ নির্বাচনে আমার একজন বড় সমর্থক ছিলেন। তিনি অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সে আমার বন্ধু। আমি মনে করি, সে একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিতে পারেন হিলারি।

একই সূত্রের ভাষ্য, প্রার্থিতার ঘোষণা দিয়ে হিলারি প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় গুরুপূর্ণ কেন্দ্র আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য সফরে যাবেন। এনডিটিভি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি