সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছাত্র রাজনীতি ও ধুমপানমুক্ত কুবি ঘোষণার আগেই বক্তব্য দিয়েছে ছাত্রলীগ নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৫

proctor -inul houguechatroleague leader
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রক্টর মোঃ আইনুল হক তার বক্তব্যে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ও ধুমপানমুক্ত। এই শিক্ষকের এ ধরণের বক্তব্যের পর উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কানাঘুষা চলতে থাকে। কারণ প্রক্টরের বক্তব্যের আগেই কুবি ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ফখরুল পারভেজ দীর্ঘক্ষণ বক্তব্য দিয়ে গেছেন।
উল্লেখ্য যে, কুবি ১০ম বছরে পর্দাপণ করেছে। কিন্তু শিক্ষক ও ছাত্র রাজনীতির নোংরামিতে কুবি তার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারেনি। কুবিতে বছর জুড়েই লেগে থাকে ছাত্র রাজনীতির অস্ত্রের ঝনঝনানি, রক্তক্ষয়ী সংঘর্ষ, ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেয়ার মত নোংরামি কর্মকান্ড । এছাড়া শিক্ষকরাও পিছিয়ে নেই এক্ষেত্রে । পূর্বের ভিসিদের সাথে বোঝাপড়া না হলে, কিংবা স্বার্থ হাসিলে ব্যর্থ হলে তারাও নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বারবার। বর্তমানে বিভিন্ন পদে থাকা শিক্ষকরাও এসব নোংরা রাজনীতিতে জড়িত ছিলেন।
তাছাড়া কুবি ক্যাম্পাসে নিয়মিত বহিরাগতদের আড্ডা বসে। ক্যাম্পাসে নিয়মিত ধুমপান করতে দেখা যায় অনেক শিক্ষার্থীকেই। তাছাড়া হলগুলোতে অস্ত্র ও মাদকের অনুপ্রবেশও হয়েছে বলে বিভিন্ন স্থানীয় সূত্র জানায়।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস, রেজিষ্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মোঃ আইনুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি