বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উপস্থাপনা নাকি ভাষণ ? বিরক্ত হয়েছেন কুবি শিক্ষার্থীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৫

IMG_6618
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন কুবির মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক ও কুবি শিক্ষক সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান । তিনি সঞ্চালনার ফাকেঁ ফাকেঁ বক্তব্য রেখেছেন বার বার। কুবি ক্যাম্পাসে প্রচন্ড খরতাপে শিক্ষার্থীদের অবস্থা এমনিতেই নাজেহাল । তারপর আবার ঘন্টার পর ঘন্টা ধরে চলা আলোচনা সভা, সেখানে আবার সঞ্চালক নিজেই বার বার বক্তব্য দেয়ায় বিরক্ত বোধ করেছেন শিক্ষার্থীরাই। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেছেন, স্যার নিজের দায়িত্বটুকু পালন করলেই ভালো হত। তিনি বার বার বক্তব্য না রাখলেও পারতেন। আমরা বসে ছিলাম প্রচন্ড রোদের তাপের নিচে। তারপর আবার প্যান্ডেলের উপরের ছাউনিটা গিয়েছিল ছিড়ে। সব মিলে বিরক্তকর।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুন্ডু গোপী দাস, রেজিষ্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার, বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, প্রক্টর মোঃ আইনুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি