বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইটেম গার্লেই পরিণত হচ্ছেন কারিনা?


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৫

cover

বিনোদন ডেস্ক :

‘ব্রাদার্স’ সিনেমার ‘মেরা নাম মেরি’ আইটেম গানটি দিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী বললেন, আইটেম গানে কাজ করা তার জন্য গুরুত্বপূর্ণ।

২০০৯ সালে ‘বিল্লু’ সিনেমায় ‘মারজানি মারজানি’, ‘ডন’ সিনেমায় ‘ইয়ে মেরা দিল’ কিংবা ‘দাবাং টু’তে ‘ফেভিকল সে’ – সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আইটেম গানে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি।

অন্য অনেক নায়িকার আইটেম গানে কাজ  করার ক্ষেত্রে আপত্তি থাকলেও কারিনা ব্যতিক্রম। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি আইটেম গানের গুরুত্ব ব্যাখ্যা করলেন তিনি।

” আমার নাচ-গানের সিকোয়েন্স খুব ভাল লাগে; সেগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি মনে করি নাচ-গান, বিশেষ করে হিন্দি সিনেমায় দর্শকের আগ্রহের মূল বিষয়। আর এই বিষয়টাই একটা সিনেমাকে অনেক সাহায্য করে, বিশেষ করে সেটা যদি বাণিজ্যিক সিনেমা হয়। ”

আরও বললেন, “আর অবশ্যই আমি আইটেম গান উপভোগ করি। আমি মনে করি আইটেম গান মানে দেখতে ভাল দেখানো, ভাল অনুভব করা…”

২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর থেকে তেমন কোনো উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি কারিনাকে।সম্প্রতি ডিএনএ পত্রিকাকে কারিনা জানান, অন্য অভিনেত্রীরা যেখানে নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করছেন, সেখানে নাচ-গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।এমনকি শাশুড়ি শর্মিলা ঠাকুর তাকে গ্ল্যামারাস চরিত্রেই বেশি দেখতে চান।

“আমার শাশুড়ি আমাকে গ্ল্যামারাস চরিত্রে দেখতে পছন্দ করেন। ‘ফেভিকল সে’ গানটিতে আমার পারফরম্যান্স তার খুব ভালো লেগেছিল। তার মতে, আমার আবেদনময়ী চরিত্রে কাজ করা উচিৎ।”

ঈদ-উল-ফিতরে মুক্তির অপেক্ষায় আছে কারিনা অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’। এতে তার বিপরীতে দেখা যাবে সালমান খানকে। তবে এই সিনেমাটিতেও তার চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বেশি নয় বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি