মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মুসলমানবিরোধী ভূয়া পোস্ট: মামলা করলেন সালমান


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৫

bb-poster

বিনোদন ডেস্ক :

ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বলছে, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখা যাচ্ছে সালমানের নামে একটি পোস্ট যেখানে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তিনি। তবে সালমানের দাবী, এই পোস্ট তিনি লেখেননি।

সম্প্রতি এই পোস্টটি স্ক্রিনশট আকারে প্রকাশ করে এক হিন্দি নিউজ চ্যানেল। তা দেখা মাত্রই মামলা করেন সালমান।

ধারণা করা হচ্ছে, ভারতের মুসলমান রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াসির সঙ্গে সালমানের রেষারেষিকে কেন্দ্র করেই এই পোস্টটি ছড়ানো হয়েছে। কারণ সালমানের নাম দিয়ে সেই পোস্টে বলা হয়, তার ভক্তদের মধ্যে যারা ওয়াসিকে সমর্থন করেন, তাদের নিজের ভক্ত বলে মানেন না সালমান।

পোস্টে আরও বলা হয়, ‘বাজরাঙ্গি ভাইজান’এর সাফল্যের জন্য মুসলমান ভক্তদের সমর্থনের প্রয়োজন নেই।

উল্লেখ্য, গত বছর ভারতীয় জাতীয় নির্বাচনের আগে নরেন্দ্র মোদির সঙ্গে সালমানের সখ্যতার ব্যাপক সমালোচনা করেন ওয়াসি। এছাড়া সিনেমায় নাচ-গান একজন মুসলমানের জন্য নিষিদ্ধ দাবী করে সালমানকে ‘হারামী’ বলেছিলেন তিনি।

পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও বলছে, সেই পোস্টে বলা হয়েছে সালমানের সিনেমার নাম আগে ছিল ‘খান ভাইজান’, যা বদলে ‘বাজরাঙ্গি ভাইজান’ রাখা হয়।

এই ভুয়া পোস্টের বিরুদ্ধে ভারতের সাইবার অপরাধ বিভাগে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সালমান। তার দাবী, এই পোস্টের মাধ্যমে ভক্তদের সামনে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল।

খবরটি নিশ্চিত করে ডেপুটি কমিশনার ধনঞ্জয় কুলকার্নি জানান, এক সপ্তাহের বেশি আগে একটি লিখিত অভিযোগ পেশ করেছেন সালমান। তবে এখন পর্যন্ত কোনো এফআইআর করা হয়নি। আপাতত এ বিষয়ে তদন্ত চলছে।

‘বাজরাঙ্গি ভাইজান’-এর নাম নিয়ে ইতোমধ্যে বিক্ষোভ চলছে ও মামলা করা হয়েছে। ‘ভাইজান’-এর সঙ্গে ‘বাজরাঙ্গি’র সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করেছে কিছু হিন্দুত্ববাদী সংগঠন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি