শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আসুসের ৪ জিবি র‌্যামের স্মার্টফোন


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৫

asus1

ডেস্ক রিপোর্টঃ

স্মার্টফোনে মাল্টিটাস্কিং এবং স্বাচ্ছন্দ্যে গেমস খেলার জন্য ৪ জিবি র‌্যামের একটি স্মার্টফোন আনছে আসুস। এটির মডেল আসুস জেনফোন ২।

এতে থাকছে পাওয়ার ভিআর ৬৪৩০ চিপ। এটির স্প্রিড ৫৩৩ মেগাহার্টজ। উন্নততর গ্রাফিক্স দেখার জন্য এতে আরও আছে ওপেনজিএল৩.২।

এটির ডিসপ্লে ফুল এইচডি আইপিএস। ডিসপ্লে থেকে ১৭৮ ডিগ্রি অ্যাংগেলে ছবি এবং ভিডিও দেখা যাবে। স্মার্টফোনটিতে থ্রিজি এবং ফোর জি নেটওয়ার্ক সমর্থন করে।

এতে অ্যানড্রয়েডের হালনাগাদ ভার্সনের মডিফাইড ভার্সন জেনইউআই অপারেটিং সিস্টেম রয়েছে।

স্মার্টফোনটিতে আসুসের নিজস্ব ক্যামেরা পিক্সেল মাস্টার ২.০ থাকছে। ফোনটির পেছনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।

ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৮ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৩ হাজার টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি