শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৫ম দিনের খেলা পরিত্যাক্ত, চট্টগ্রাম টেস্ট ড্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৫

chittagong2

স্পোর্টস ডেস্কঃ

বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টর চতুর্থ দিন পুরোটা তো ভেসেই গিয়েছিল। এবার পঞ্চম দিনের খেলাও ভেসে গেলো। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি থামার কোন লক্ষণ দেখা না যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ রেফারি ক্রিস ব্রড পঞ্চম দিনের খেলাও পরিত্যাক্ত ঘোষণা করলেন।

সুতরাং, দারুণ রোমাঞ্চকর একটি টেস্টের হতাশাজনক পরিসমাপ্তিই ঘটলো শেষ পর্যন্ত। পুরো দু’দিনের খেলা না হয়েই অমিমাংসিতভাবে শেষ হয়ে গেলো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা চট্টগ্রাম টেস্ট। দ্বিতীয় দিনের মত ত্রিপলেই ঢাকা রয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট।

11শুক্রবারের মতো শনিবার ভোর থেকেই চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুপুর পর্যন্তই বৃষ্টির দাপট অব্যাহত ছিল। মাঝে-মধ্যে বৃষ্টির ধারা একটু কমলেও পরক্ষণে আবার বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রোদের দেখা মেলার আশা করাই ছিল যেন বোকামি।

বৃষ্টির কারণে হোটেল রূমেই বন্দী রয়েছেন বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। খেলা হোক আর না হোক দুপুর ১২টার পর দুই দলই মাঠে আসবে বলে জনা গেছে। আগের দিন বালংদেশ দল এলেও প্রোটিয়ারা মাঠমুখো হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি