শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তবুও ৩০০ রানের লক্ষ্য বাংলাদেশের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৫

mushfik-mahmudullah1

স্পোর্টস ডেস্কঃ

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান। শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা স্বাগতিকদের জন্য নিঃসন্দেহে হতাশার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেটা মেনে নেয়ার পাশাপাশি সেট হয়েও উইকেট বিলিয়ে আসার আফসোসে পুড়লেন মুমিনুল হক। স্বাগতিকদের হাতে আছে আর মাত্র দুটি উইকেট। তারপরও মুমিনুল জানালেন, শেষ ব্যাটসম্যান নাসির হোসেনের ব্যাটে তারা স্বপ্ন দেখছেন প্রথম  ইনিংসে ৩০০ রানের।

দিন দুয়েক আগে তামিম ইকবাল জানিয়েছিলেন, চট্টগ্রামের ভুলগুলো যাতে ঢাকায় না হয়, সে ব্যাপারে আরো সচেষ্ট হয়ে ওঠার কথা। তামিম জানিয়েছিলেন, স্বাগতিক টপ-অর্ডাররা উইকেটে সেট হয়ে ভুল শটে আউট হবার ভুলগুলো শুধরে নিতে বদ্ধপরিকর। একই দিন নির্বাচক ও জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশাও ছিল নিজেদের ইনিংসগুলো লম্বা করার দিকেই এবার নজর দেবেন ব্যাটসম্যানরা।

mominulকিন্তু ঢাকা টেস্টে ম্যাচের প্রথম দিন শেষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসের চেয়েও ঢের পিছিয়ে বাংলাদেশ। মিরপুর টেস্টের প্রথম দিনে ৮৮.১ ওভার ব্যাট করতেই শীর্ষ ৮ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। অলআউট হওয়াটা সময়ের ব্যাপার। ক্রিজে আশার মশাল হাতে রয়েছেন কেবল নাসির।

অথচ সকালে টস জয়ের পর ৩৫০-৪০০ রানের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েসরা। সেটা না হওয়ায় হতাশ মুমিনুলের ভাষ্য, ‘আমাদের প্রত্যাশার চেয়ে রানটা অনেক কম হয়েছে। ৩৫০ থেকে ৪০০ রান হলে ভালো হত। এরপরও হাতে দুটি উইকেট রয়েছে; ক্রিজে নাসির রয়েছে। ও যদি ভালো খেলে আর রানটা ৩০০ হয় তবে ভালো হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি