শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে নির্মাণাধীন ভবনে উদ্ধার হওয়া বৃদ্ধের লাশ বেওয়ারিশ হিসাবে দাফন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৫

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ফৌজদারি চৌমুহনী এলাকায় আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাই স্কুল সংলগ্ন ছয় তলার একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলন্ত এক অজ্ঞাত বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে কান্দিরপাড় ফাড়িঁর পুলিশ। উদ্ধার হওয়া বৃদ্ধের লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮ টায় পুলিশ লাশটি উদ্ধার করে। ৩১ জুলাই শুক্রবার ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসাবে টিক্কাচর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণাধীন ভবনটি মোঃ সেলিম নামের এক ব্যক্তির । ভবনের চতুর্থ তলার পশ্চিম পার্শে¦র কক্ষে বয়স্ক লোকটি সিলিং ফ্যানের হুকের সাথে দড়ি দিয়ে ফাসিঁতে ঝুলে ছিল। বাড়ির মালিক মোঃ সেলিমই লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় সূত্র জানায়, এ ভবনের পিছনে অনেক আইনজীবির বাসা । হয়ত বৃদ্ধটি আইন সংক্রান্ত কোন সহায়তার জন্যও এ এলাকায় এসে থাকতে পারে। লাশটি এলাকায় পরিচিত নয়। হয়ত দুবৃর্ত্তরা তাকে ফাসিঁতে ঝুলিয়ে হত্যা করে এখানে রেখে গেছে।

কান্দিরপাড় ফাড়িঁর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। তদন্ত করে পরে জানাবো। লাশটির দাফন সম্পন্ন হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি