শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিদ্যুতের তার পেচিঁয়ে স্বর্ণাকে হত্যা, শশুর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৫

11828625_792967387489149_1908803205858736264_n

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজের হোস্টেল থেকে স্বর্ণাকে কুমিল্লা শহরের মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী ইমন নিয়ে যায়। পরে মার্কেটের বদলে নিজ বাড়িতে নিয়ে স্বর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী মোঃ জামিল হোসেন প্রকাশ ইমন ও তার ভাই-ভাবী ।

এ ঘটনায় শ্বশুড় নুরুল ইসলামকে রাতেই আটক করেছে ব্রাক্ষণপাড়া থানা পুলিশ। নিহতের পিতা ডাঃ খালেক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০ টায় কুমিল্লা বি-পাড়া উপজেলার শশীদল এলাকায় শ্বশুড় বাড়ির নিজ ঘর থেকে উম্মে আয়মন সুলতানা স্বর্ণার (২১) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ওই রাতের শ্বশুড়কে আটক করে পুলিশ। শনিবার (১ আগষ্ট) মরদেহের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে স্বর্ণাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিহত উম্মে আয়মন সুলতানা স্বর্ণা (২১) কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার শশীদল এলাকার ডাক্তার খালেকের মেয়ে । সে কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজের নবম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।

SAMSUNG CAMERA PICTURES

কলেজ সূত্র জানায়, কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজের ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্ণা (২১) কলেজ হোস্টেলেই থাকতেন। এবারের ঈদে স্বর্ণাকে কোন মার্কেটিং করে দেয়নি তার স্বামী ইমন। তাই বৃহস্পতিবার স্বর্ণাকে বলেছিল ইমন মার্কেটিং করে দিবে। শুক্রবার ক্লাস করার পর তার স্বামী ইমন মার্কেটিং করার জন্য বিকেলে স্বর্ণাকে কলেজ হোস্টেল থেকে নিয়ে যায় । এরপর ইমন তাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ইমনের ভাই ও ভাবি ছিল। হত্যাকান্ডের পর স্বামী ইমন ও তার ভাই-ভাবী পালিয়ে যান।

উল্লেখ্য যে, ইমনের সাথে স্বর্ণার প্রেম চলছিল । কিন্তু স্বর্ণার পরিবার এই সর্ম্পক মেনে নিতে পারেনি। ফলে স্বর্ণা পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রথম বর্ষে অধ্যয়নকালে ইমনকে বিয়ে করেন। স্বর্ণা প্রায় সময়ই কলেজ হোস্টেলে থাকতেন। মাঝে-মধ্যে শ্বশুড় বাড়ি যেতেন। তবে বিয়েটি নিয়ে দু পরিবারে মনোমালিন্য চলছিল । স্বর্ণার সাথেও তার স্বামীর সর্ম্পক ভালো যাচ্ছিল না।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ ঘরে স্বর্ণার লাশ পড়ে ছিল। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত স্বর্নার পিতা ডাক্তার খালেক জানান, ঘটনার কিছুক্ষন পূর্বে তার স্বামীর ভাই মোবাইল ফোন দিয়ে আমাকে ফোন করে। ওই সময় আমার মেয়ের চিৎকার ও হই হুল্লা শুনতে পাই। কিছুক্ষন পর আমার নিকট প্রতিবেশীরা আমাকে মোবাইল ফোনে জানান, আপনার মেয়ে স্বর্নাকে তার স্বামীর বাড়ীর লোকজন হত্যা করেছে। আমি তাৎক্ষনিকভাবে আমার মেয়ের স্বামীর বাড়ীতে গিয়ে দেখি আমার মেয়ে স্বর্নার লাশ খাটের উপর পড়ে আছে এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি তাৎক্ষনিকভাবে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯ এর ক /৩০ ধারায় মামলা করেন, মামলা নাম্বার ১, তারিখ ১/৮/১৫ইং। অভিযুক্তরা হলেন শশীদল গ্রামের মোঃ নূরুল ইসলাম প্রকাশ নানুর ছেলে নিহতের স্বামী মোঃ জামিল হোসেন প্রকাশ ইমন, তার ভাই জাকির হোসেন প্রকাশ সুমন, অপর ভাই জাহিদ হোসেন প্রকাশ সুজন, তার পিতা মোঃ নূরুল ইসলাম প্রকাশ নানু এবং মোঃ জাকির হোসেন প্রকাশ সুমনের স্ত্রী ফাতেমা বেগম, জাহিদ হোসেন প্রকাশ সুজনের স্ত্রী তানিয়া আক্তারকে এজাহার নামীয় আসামী করে। এই ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরত হাল রিপোট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতলের মর্গে প্রেরন করি এবং নিহতের ঘর হইতে কারেন্টের তার ও ওড়না আলামত হিসেবে উদ্ধার করি ।

এ বিষয়ে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী ও তার ভাই-ভাবী পলাতক রয়েছে। তবে শশুরকে আটক করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি