শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেডিকেল ছাত্রী স্বর্ণার ঘাতক ইমন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

killer -emon

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজ ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্ণা হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি স্বামী মোঃ জামিল হোসেন প্রকাশ ইমনকে (২৯) নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে ব্রাক্ষণপাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে ইমনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ব্রাক্ষণপাড়া থানায় আনা হয়।

গ্রেফতার হওয়া ঘাতক স্বামী মোঃ জামিল হোসেন প্রকাশ ইমন কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোঃ নূরুল ইসলাম প্রকাশ নানুর ছেলে। নিহত উম্মে আয়মন সুলতানা স্বর্ণা (২১) কুমিল্লা জেলার বি-পাড়া উপজেলার শশীদল এলাকার ডাক্তার খালেকের মেয়ে । সে কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজের নবম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন।

৩১ জুলাই রাত সাড়ে ১০ টায় কুমিল্লা বি-পাড়া উপজেলার শশীদল এলাকায় শ্বশুড় বাড়ির নিজ ঘর থেকে উম্মে আয়মন সুলতানা স্বর্ণার (২১) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ওই রাতের শ্বশুড়কে আটক করে পুলিশ। শনিবার (১ আগষ্ট) মরদেহের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে স্বর্ণাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
পরে জানা যায়, কুমিল্লা শহরের মার্কেটে নিয়ে যাওয়ার কথা বলে স্বামী ইমন ইর্স্টাণ মেডিকেল কলেজের হোস্টেল থেকে স্বর্ণাকে নিয়ে যায়। পরে মার্কেটের বদলে নিজ বাড়িতে নিয়ে স্বর্ণাকে শ্বাসরোধ করে গলায় তার পেচিঁয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী মোঃ জামিল হোসেন প্রকাশ ইমন ও তার ভাই-ভাবী ।
নিহতের পিতা ডাঃ খালেক বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, ইমনের সাথে স্বর্ণার প্রেম ছিল । কিন্তু স্বর্ণার পরিবার এই সর্ম্পক মেনে নিতে পারেনি। ফলে স্বর্ণা পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রথম বর্ষে অধ্যয়নকালে ইমনকে বিয়ে করেন। স্বর্ণা প্রায় সময়ই কলেজ হোস্টেলে থাকতেন। মাঝে-মধ্যে শ্বশুড় বাড়ি যেতেন। তবে বিয়েটি নিয়ে দু পরিবারে মনোমালিন্য চলছিল । স্বর্ণার সাথেও তার স্বামীর সর্ম্পক ভালো ছিল না।

এ বিষয়ে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, প্রধান আসামি ইমনকে আগামীকাল (১৪ আগষ্ট) কোর্টে প্রেরণ করা হবে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি