শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সিংহাসনের রেকর্ড গড়তে চলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

image_137668_0
ডেস্ক রিপোর্ট :

আর মাত্র তিন দিন! তার পরই দীর্ঘ রাজত্বকালের সুবাদে  রানি ভিক্টোরিয়াকে টপকে রেকর্ড গড়তে চলেছেন বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াত রানি ভিক্টোরিয়ার রাজত্বকাল শুরু হয় ১৮৩৭ সালের ২০ জুন। শেষ হয় ১৯০১ সালের জানুয়ারিতে। মোট ৬৩ বছর ২১৬ দিন। রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে রয়েছেন ৬৩ বছর ২১৩ দিন। আর মাত্র তিন দিন পার করলেই রেকর্ডটি তার নামে হবে। আগামী ৯ সেপ্টেম্বরের পরেই তিনি হবেন বৃটেনের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক।

মাত্র ২৫ বছর বয়সে ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। তখন বৃটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। তার রাজত্বকালে ১২ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সিংহাসনে বসার পর থেকেই দেশের অনেক উত্থানপতনের সাক্ষী থেকেছেন তিনি।
তার এই রেকর্ড নিয়ে বৃটেনে সাড়া পড়ে গেলেও রানি কিন্তু নির্বিকার। ওই দিনটি আড়ম্বরহীন ভাবেই তিনি কাটাবেন বলে জানা গিয়েছে।-

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি