সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চাঁদপুরের শাহরাস্তি পৌর নির্বাচনের জন্য মেয়র পদে আ’লীগের একাধিক প্রার্থী প্রচারনায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৫

unnamed2-1024x168

মাকসুদুল আলম, চাঁদপুর।। জেলার শাহরাস্তি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন। ইতোমধ্যে জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুন পৌর এলাকার বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। ভোটাররা নানা হিসেব নিকেশ করতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচন সামনে রেখে উপজেলার রাজনীতি অঙ্গন চাঙ্গা হতে শুরু করেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী দলীয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে সে ক্ষেত্রে ভোটারদের আগে প্রার্থীদের তার দলের সমর্থন আদায় করতে হবে। সেদিক বিবেচনা করে প্রার্থীরা দলীয় ও জনগণের সাথে সম্পর্ক দুটোই বজায় রাখার চেষ্টা করছে।

এ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে বিচরণ করলেও বিএনপির একক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। গত নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা কামাল। সে সময় বিএনপির দলীয় প্রার্থী ছিলেন আবুল খায়ের। বর্তমানে বিএনপির মোস্তফা কামাল ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত প্রচারণায় দেখা যায়নি। আর আওয়ামী লীগের একাধিক প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন। এ পর্যন্ত ৬ জনের নাম শোনা যাচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশারফ হোসেন পাটওয়ারী। তিনি বিগত ৩টি নির্বাচনে অংশ নিয়েছেন। একবার বিজয়ী হয়েছেন। গত নির্বাচনে দলের একাধিক প্রার্থী থাকায় তিনি বিজয়ী হতে পারেননি বলে অনেকেই মনে করেন। সম্প্রতি নির্বাচন করার ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হাজী আঃ লতিফ। তিনি একবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। পৌর নির্বাচনে এবারই তিনি প্রথমবারের মতো প্রার্থী হওয়ার ঘোষণা দেন। নির্বাচনকে উপলক্ষ করে বেশ কিছু দিন থেকে প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান। একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও প্রার্থী হয়েছিলেন তিনি। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলীর ছেলে ব্যবসায়ী নিয়ামুল করিম পিন্টু মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছেন। উপজেলার রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ না নিলেও বাবার আদর্শকে সামনে রেখে জনগণের কাছে যেতে শুরু করেছেন তিনি। এদিকে শাহরাস্তি পৌরসভার সীমানা বৃদ্ধি পাওয়ায় নির্বাচন করার সুযোগ পাচ্ছেন আব্দুল্লাহ আল-মামুন নামে আওয়ামী লীগের একজন নেতা। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। নির্বাচন সামনে রেখে অনেকদিন আগ থেকেই প্রচারণা চালাচ্ছেন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল আলম চৌধুরী গত নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তিনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পায় তা এখন দেখার বিষয়। দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে দলের ভূমিকা প্রধান সহায়কের ভূমিকা হিসেবে পালন করবে বলেই অনেকের ধারণা। আর দলীয় সমর্থন না পেলে কারা বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকবেন তা নিয়েও ভোটারদের মাঝে আলোচনা চলছে।

অপরদিকে বিএনপির একক প্রার্থী থাকলেও বর্তমানে শাহরাস্তিতে বিএনপির রাজনৈতিক সঙ্কট চলছে। এ সঙ্কট আগামী নির্বাচনে কতটা প্রভাব পড়বে তা সময়েই বলে দেবে।

১৮টি মৌজা ও মহল্লা জুড়ে ১২টি ওয়ার্ডে ১২ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ৪ জন মহিলা কাউন্সিলর পদে প্রায় অর্ধশত প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন। দলীয় সমর্থনের পাশাপাশি স্থানীয়ভাবে নিজেদের ভিত মজবুত করতে কাজ করে যাচ্ছেন অনেকে। মেয়রদের পাশাপাশি প্রচারণায় তারাও সমান তালে শরীক হয়েছেন।

৩১.৪০ বর্গকিলোমিটার আয়তন জুড়ে অবস্থিত শাহরাস্তি পৌরসভা। ১৯৯৮ সালে পৌরসভাটি গঠিত হওয়ার পর তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভার প্রথম চেয়ারম্যান হচ্ছেন আ জা ফজলুল কাদের মাস্টার। দ্বিতীয় বারের নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন মোশারফ হোসেন পাটওয়ারী। সরকার পদবি পরিবর্তন করার কারণে তিনি একই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ৩য় নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন বর্তমান মেয়র মোঃ মোস্তফা কামাল।

১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে পৌরসভাটি ‘গ’ শ্রেণি থেকে যাত্রা শুরু করে। বর্তমান মেয়রের মেয়াদকালীন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের আন্তরিক প্রচেষ্টায় পৌরসভাটি ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়ে বছর খানেকের মাথায় এটি ‘ক’ শ্রেণিতে উন্নীত হওয়ার গৌরব অর্জন করে।

বর্তমানে পৌরসভার ৩টি ওয়ার্ড বৃদ্ধি পেয়ে ১২টি ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। পৌরসভার মোট জনসংখ্যা ৪৮ হাজার ৬শ’ ৫০ জন। এর মধ্যে হোল্ডিং সংখ্যা ৭ হাজার ৭শ’ ৩১টি। পৌরসভার নির্বাচনে ২৫ হাজার ৭শ’ ৩২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন।

 

পূর্বাশা বিডি টুয়েন্টিফোর ডটকম / সম্পাদনা চৈতী /৪ নভেম্বর ১৫ইং



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি