মঙ্গলবার,১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীই ফেসবুক নিষেধাজ্ঞা মানছেন না


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৫

 

images38

ডেস্ক রিপোর্টঃ

সরকার ফেসবুক এবং কয়েকটি মোবাইল যোগাযোগ অ্যাপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে৷ তবে অনেকে সেই নিষেধাজ্ঞার দেয়াল টপকে ফেসবুক এবং অন্যান্য সেবা ব্যবহার করছেন৷

ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন এবং ট্যাঙ্গো বন্ধ করা হয় গত বুধবার, যুদ্ধাপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় সর্বোচ্চ আদালত বহাল রাখার ঘোষণার পর৷ ইতিপূর্বে এ ধরনের রায় ঘোষণার পর সহিংসতায় অনেক মানুষ মারা গেছে৷ ফলে এবার আগে থেকেই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা গেছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে বিভিন্ন অনলাইন সেবাদাতার উপর নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন৷ নিরাপত্তা রক্ষায় এমনটা করা হবে জানান তিনি৷ বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সচিব সারোয়ার আলম নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করে বলেন, ‘‘সরকার ছয়টি অনলাইন সামাজিক যোগাযোগ প্লাটফর্মের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷”

নিষেধাজ্ঞা এড়িয়ে ফেসবুক ব্যবহার
বুধবার নিষেধাজ্ঞা জারির শুরুতে দেড়ঘণ্টা ইন্টারনেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ, যদিও সরকারের নির্দেশনা ছিল শুধুমাত্র ছয়টি প্ল্যাটফর্ম বন্ধের৷ বিটিআরসি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়াকে ‘ভুল বোঝাবুঝির’ ফসল হিসেবে আখ্যা দিয়েছে৷ তবে ইন্টারনেট ফিরে আসার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে প্রবেশ করে সরকারের নিষেধাজ্ঞা ভঙ্গের ঘোষণা দেন৷ তারা বিপকল্প উপায়ে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন উপায়ের কথাও জানান৷

বাংলাদেশের অন্যতম ইন্টারনেট ব্যবহারকারী আরিফ আর রহমান জানিয়েছেন, তিনি প্রক্সি ব্যবহার করে ফেসবুকে প্রবেশ করেছেন যেখানে তার অনলাইন অবস্থান দেখানো হচ্ছে পাপুয়া নিউগিনিতে, যদিও তিনি অবস্থান করছেন বাংলাদেশে৷ অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবের জানিয়েছেন, বর্তমান সময়ে ইন্টারনেটে কোনকিছু পুরোপুরি নিষিদ্ধ করা অসম্ভব৷ কেননা নিষিদ্ধ বিষয়াদি ব্যবহারের বিভিন্ন বিকল্প আছে৷

তিনি বলেন, ‘‘এটা খুবই স্বাভাবিক যে কিছু ‘টেক-সেভি’ মানুষ নিষেধাজ্ঞা এড়িয়ে ফেসবুক ব্যবহার করছেন কিংবা ভাইবার, ট্যাঙ্গো ব্যবহার করে কথা বলছেন৷ তবে এটা অস্বীকারের উপায় নেই নিষেধাজ্ঞার কারণে অনেক মানুষ এ সব সেবা ব্যবহার করতে পারছেন না, বিশেষ করে যাদের নিষেধাজ্ঞা এড়ানোর উপায় জানা নেই৷”

তবে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে, খোদ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীই ফেসবুক নিষেধাজ্ঞা মানছেন না৷ জুনায়েদ আহমেদ পলক বৃহস্পতিবার তার ফেসবুকে ঢাকার একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ছবি প্রকাশ করেন৷ বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক ফেসবুক পাতাটিও নিয়মিত বিরতিতে হালনাগাদ তথ্য দিয়ে আপডেট করা হচ্ছে৷

বর্তমান যুগে নিষেধাজ্ঞা কতটা কার্যকর?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার, প্রকাশক এবং বিদেশি নাগরিকদের উপর বেশ কয়েকটি হামলা হয়েছে৷ চলতি বছর চারজন নাস্তিক ব্লগার এবং একজন সেক্যুলার প্রকাশক খুন হয়েছেন৷ ধারণা করা হচ্ছে, মৌলবাদীরা তাদের হত্যা করেছে৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী তথাকথিত ‘ইসলামিক স্টেট’ সম্প্রতি নিহত দুই বিদেশি নাগরিক হত্যার দায় স্বীকার করেছে৷ ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে সেদেশে৷ তবে অনলাইন বিশেষজ্ঞরা মনে করেন, ফেসবুক এবং কিছু অ্যাপ বন্ধ করে নিরাপত্তা পরিস্থিতি তেমন একটা বদলানো যাবে না৷

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আলমাস জামান মনে করেন, নিরাপত্তার বিবেচনায় এসব নিষেধাজ্ঞা খুবই দুর্বল সমাধান৷ তিনি বলেন, ‘‘যে কেউ প্রক্সি কিংবা ভিপিএন ব্যবহার করে এসব নেটওয়ার্কে, এমনকি মোবাইল থেকেও প্রবেশ করতে পারে৷”

‘কার্যকর নজরদারি’ প্রয়োজন
ফেসবুক ব্যবহার করেই ঢাকা থেকে প্রশ্নের উত্তর দেন জামান৷ তিনি স্বীকার করেন, অনলাইন নজরদারির কার্যকর ব্যবস্থা বাংলাদেশ এখনও গড়ে তুলতে পারেনি৷ আর বিভিন্ন নিয়ন্ত্রকসংস্থায় একাজে দক্ষ কর্মীরও অভাব রয়েছে৷ তিনি বলেন, ‘‘জঙ্গিদের অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণে ইন্টারনেট গেটওয়েতে একটি ফায়ারওয়াল বসানো যেতে পারে৷ এভাবে নিয়ন্ত্রণ বেশ সহজ এবং আধুনিক হবে৷”

তবে সুমন আহমেদ সাবির মনে করেন, জঙ্গিবাদ দমন করতে চাইলে অনলাইনের চেয়ে অফলাইনে সরকারকে আরো সতর্ক হতে হবে৷ তিনি বলেন, ‘‘জঙ্গিবাদের প্রতি মানুষ আগ্রহ হচ্ছে কেন তার শিকড় সন্ধান করতে হবে৷”

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের জুন মাসে এক সপ্তাহের জন্য ফেসবুক এবং ইউটিউব বন্ধ করেছিল বাংলাদেশ সরকার৷ চলতি বছরের শুরুতে কয়েকদিনের জন্য ভাইবার এবং হোয়াটসঅ্যাপসহ কয়েকটি মোবাইল অ্যাপ বন্ধ করা হয়েছিল, নিরাপত্তার অজুহাতে৷- ডিডব্লিউ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি