শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অননুমোদিত ব্লাড ব্যাংক, বাড়ছে জীবনঘাতী রোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

Untitled-1-copy19

ডেস্ক রিপোর্ট :

রক্ত মানব দেহের অন্যতম একমাত্র উপাদান, যা মানুষকে বাঁচিয়ে রাখে। রোগীদের প্রয়োজনে এসব রক্ত সরবরাহ করে বিভিন্ন ব্লাড ব্যাংক। হাতে গোনা কয়েকটি ব্লাড ব্যাংক ছাড়া বাকি সবই অননুমোদিত। স্বাস্থ্য অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও বন্ধ হচ্ছেনা অননুমোদিত ব্লাড ব্যাংকের অপরীক্ষিত রক্ত সরবরাহ।

বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এসব রক্ত গ্রহণে রোগীরা যখন তখন আক্রান্ত হতে পারেন নানা রকম জীবনঘাতী রোগে।

রোগ এবং এর চিকিৎসা ভেদে একেক রোগীর দরকার হয় একেক ধরনের রক্ত উপাদান। বিশ্বস্ত রক্তদাতার বাইরে এসব রক্ত এবং এর প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে থাকে বিভিন্ন ব্লাড ব্যাংক। আশঙ্কাজনক রোগীদের রক্তের চাহিদাকে পূঁজি করে বিভিন্ন অননুমোদিত ব্লাড ব্যাংক চালিয়ে যাচ্ছে রক্ত বাণিজ্য।

অপরীক্ষিত এসব রক্ত গ্রহণের ফলে উপকারের চেয়ে অপকারের মাত্রা বেশি বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুদীপ রঞ্জন দেব।

তিনি আরো জানান, রোগীর জীবন এবং সুস্থতার কথা বিবেচনায় রেখে এসব ব্লাড ব্যাংকের বিরুদ্ধে খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া উচিত।

স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল এবং ক্লিনিকের পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম সাদীর দাবি, তাদের নজরদারি অব্যাহত আছে। তবে বরাবরের মত বাধ সাধে জনবল সংকট।

সারা দেশের কয়েকশ’ অননুমোদিত ব্লাড ব্যাংক থেকে গোপনে সরবরাহকৃত হাজারো রক্তের ব্যাগ রোগীদের হাতে যেন খুব সহজে পৌঁছাতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে রোগী এবং তার স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি