শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বন্দুকের চেয়ে স্মার্টফোন বেশি আইএস এর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১১.২০১৫

isis1-400x267

 

ডেস্ক রিপোর্ট :

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর বন্দুকের চেয়ে তাদের কাছে স্মার্টফোন বেশি এবং তাদের টুইটার অ্যাকাউন্টের সংখ্যা সদস্য সংখ্যার চেয়ে বেশি। এমন তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার আরও সেনা পাঠানোর প্রস্তাবের প্রতিক্রিয়ায় এ কথ বলেন টার্নবুল।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দূর্বল মন্তব্য করে তিনি বলেন, তাদের আদর্শ প্রাচীন হলেও ইন্টারনেট ব্যবহারের কৌশল অতি আধুনিক। তবে সংগঠনটি এখন মৃতপ্রায়। এ সময় আইএসকে এক ধরনের ‘প্রতারণার ফাঁদ’ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, সংগঠনটি প্রোপাগা-ার ওপর বেঁচে আছে। তবে সেনা অভিযানের মাধ্যমে সিরিয়া ও ইরাকে একে প্রতিহত করতে হবে। ওই অঞ্চলে সংগঠনটি যথেষ্ট সন্ত্রাস ছড়িয়েছে।

তিনি বলেন, ইরাক সরকার মনে করে, সেখানে যে পরিমাণ পশ্চিমা সেনা রয়েছে, আইএস মোকাবেলায় তা-ই যথেষ্ট। কাজেই সেখানে আর সেনা পাঠাবে না অস্ট্রেলিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি