শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বৃষ্টিতে ভাসছে সৌদি আরব


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৫

Rain1-640x411

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের অসংখ্য এলাকা বৃষ্টির পানিতে এতটাই ডুবে গেছে যে যানবাহন পানির নিচে ডুবে আছে। মরুময় এ দেশটিতে বিভিন্ন এলাকা ভেসে যাচ্ছে প্লাবনে। গত সোমবার বিকেল থেকে অব্যাহত এই বর্ষণকে গত পাঁচ বছরে সবচেয়ে ভয়াবহ বর্ষণ বলে আভাস দিচ্ছে আবহাওয়া বিভাগ।

গত বুধবার দেশটির প্রতিরক্ষা সূত্রে জানা যায় রিয়াদের উত্তরপূর্ব এলাকা থেকে ৭২টি গাড়ি নিমজ্জিত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। রিমাহতে একজন মারা গেছে। লেবাননের রাস্তায় প্রায় দশটি গাড়ি দুই মিটার পানির নিচে ডুবে রয়েছে।

রিয়াদের উত্তরপশ্চিম হয়ে প্রায় ৩২০ কিলোমিটার বেগে বৃষ্টি আঘাত হেনেছে কাশিম প্রদেশের আশেপাশের এলাকাতেও। এই প্রদেশের রাজধানী বুরাইদাহ শহরে পাঁচটি বাড়ি একেবারেই প্লাবিত হয়েছে। সাইনবোর্ডসহ গাছপালা ভেঙে পড়ে আছে যত্রতত্র। বেশ কিছু বড় রাস্তা বন্ধ করে দিয়েছে ট্রাফিক। প্রায় ১৫টি গাড়ি স¤পূর্ণ পানির নিচে ডুবে গেছে।

বিরূপ আবহাওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয় গত বুধবার থেকে রিয়াদসহ রুমাহ, সাদিক, হুরাইমলা, আল-দারিয়াহ, আল-ইউয়াইনা, ধ্রুমা এবং আল-মুজাহমিয়া এর জেনারেল স্কুলগুলোর সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এদিকে ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না বলে নিরাপত্তা বাহিনী গত মঙ্গলবার রাত থেকে আল-হাদা মাউনটেন রোডে বন্ধ করে দিয়েছে। উক্ত এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও শিলা পড়ে নি। তায়েফ শহরেও হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে আল-খুরমাতে ভারী বর্ষণ হয়েছে। মঙ্গলবার জেদ্দা উত্তরাঞ্চলের পশ্চিম উপকূলের বেশ কিছু শহরেও মাঝারি মাপের বর্ষণ হয়েছে। এখানকার স্কুল বন্ধ দেয়া হয়েছে। অন্যদিকে হালকা বর্ষণের পরই খুলাইস আর্ট কলেজ ছাত্ররাও ছুটি পেয়েছে। তবে বৃষ্টি প্লাবিত এলাকাগুলোর কর্মকর্তাদের কাজকর্ম অব্যাহত রাখার অনুরোধ করেছেন কাশিম প্রদেশের আমির ড. ফয়সাল বিন মিশাল বিন সৌদ। সৌদি গ্যাজেট



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি