শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টেস্ট বাণিজ্যে অস্থির রোগীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৫

3_139775-400x263

ডেস্ক রিপোর্ট :

রোগ নির্ণয়ে রাজধানীর হাসপাতালগুলোয় টেস্ট করাতে করাতে অস্থির হতে হচ্ছে রোগীদের। অভিযোগ আছে রোগীর সমস্যা রোগী বা তার স্বজনের মুখ থেকে ভালভাবে না শুনে কমিশনের লোভে চিকিৎসকরা অপ্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা দিচ্ছেন।

অভিযোগ আরও একটি টেস্ট থেকে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশন পাওয়া যায়। চিকিৎসক ও হাসপাতাল কর্মচারি- উভয়পক্ষের এই চিকিৎসা-বাণিজ্যের ফাঁদে পড়ে অতিরিক্ত মূল্যে টেস্ট করিয়ে বেশি ঠকছেন বিশেষ করে গ্রাম থেকে আসা সহজ-সরল রোগী ও তাদের স্বজনরা। অথচ দু-একটি ছাড়া স্বল্পমূল্যে সব ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে সরকারি হাসপাতালে।

গত কিছুদিন সরেজমিনে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, হƒদরোগ ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কিডনি ও ইউরোলোজি ইনস্টিটিউট, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও নিউরো সায়েন্স ইনস্টিটিউট পর্যবেক্ষণে এমন দৃশ্য দেখা যায়।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা নিতে আসা একজন রোগীর আত্মীয় জানান, দুর্ঘটনায় তার ভাতিজা মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় এখানে এসেছেন বগুড়া থেকে। ডাক্তার এমআরআই পরীক্ষা প্রেসক্রাইব করার পর একজন ব্যক্তি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে ৭ হাজার টাকায় পরীক্ষাটি করান।

হাতিরপুলে অবস্থিত ব্রাইটন হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে আসা রাজু জানান, তার ভাতিজার হার্টের চিকিৎসা চলছে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। একটি রক্তের টেস্ট করাতে বলা হয়েছে এখান থেকে। তাই এখানে এসেছেন।

অনুসন্ধানে জানা গেছে, সবচেয়ে বেশি কমিশন আসে সিটি স্ক্যান, এমআরআই ও এফএনএসি পরীক্ষায়। সরকারি হাসপাতালে সিটি স্ক্যান পরীক্ষা ২ হাজার টাকা। প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ৩ থেকে ৪ হাজার টাকা। সরকারিতে এমআরআই ৩ হাজার টাকা। প্রাইভেটে সাড়ে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা। মাথা ও কোমরের রোগ নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহƒত হচ্ছে সিটি স্ক্যান ও এমআরআই। অন্যান্য রোগ শনাক্তকরণে রয়েছেÑ রক্ত, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ইসিজি, এনজিওগ্রাম, ইকোসহ বিভিন্ন পরীক্ষা। কোনো কোনো ডাক্তার ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছেন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. আবু শফি আহমেদ আমিন জানান, বিএমডিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি চেষ্টা করছেন এসব কমিশনলোভী ডাক্তারকে ধরার। হাতেনাতে ধরতে পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি