শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাথা ঘুরলে চাপা মোজা পরুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১১.২০১৫

prshar

স্বাস্থ্য প্রতিবেদক :

অনেকেরই প্রেশার নীচের দিকে থাকে। কোনও রকম উপসর্গ না থাকলে সেটা তেমন সমস্যার নয়। কিন্তু হঠাৎ করে প্রেশার পড়ে গেলে মুশকিল। ডিহাইড্রেশন, ডায়েরিয়া, বমি, খালিপেটে সানস্ট্রোক, কোনও জটিল ইনফেকশন বা হঠাৎ করে হার্ট অ্যাটাক হলে প্রেশার পড়ে যেতে পারে। শরীরের ভেতর কোথাও রক্তপাত থেকেও এমনটা হতে পারে। প্রেশার পড়ে গেলে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যহত হয়ে নানা সমস্যা হয়। কিডনি বা লিভারে রক্ত চলাচল কমে গিয়ে অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এ সব ক্ষেত্রে কারণ অনুযায়ী চিকিৎসা করাতে হয়। ডিহাইড্রেশন হলে স্যালাইন দেওয়া হয়। রক্তপাত হলে রক্ত দেওয়া হয় বা হার্ট অ্যাটাক হলে তার চিকিৎসা করতে হয়। অনেক সময় প্রেশার কমার কারণ পাওয়া যায় না। ওপরের প্রেশার ৮০ নীচে ও নীচের প্রেশার ৬০-এর তলায় গেলে সতর্ক হতে হবে। কোনও উপসর্গ আছে কি না খেয়াল রাখতে হবে।

কী কী উপসর্গ

মাথা ঘুরতে পারে। হঠাৎ করে উঠে বসতে

গেলে অজ্ঞান হয়ে যেতে পারেন।

মনোযোগের অভাব দেখা দিতে পারে।

বমি হতে পারে। হাত-পা ঠা-া হয়ে যায়।

চোখে ঝাপসা দেখা। ত্বক ফ্যাকাসে হয়।

দুর্বল লাগে। ঘন ঘন জল তেষ্টা পায়।

কী করবেন

নুন-জল খেতে হবে।

উঠতে গিয়ে মাথা ঘুরলে পায়ে স্টকিনেট পরে থাকতে হবে।

ডাক্তারের পরামর্শ মতো কিছু কিছু ব্যায়াম করতে হবে।

প্রয়োজনে ওষুধও দেওয়া হয়।

পরীক্ষা করে দেখা দরকার অন্য কোনও সমস্যা রয়েছে কি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি